
ক.বি.ডেস্ক: বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পাচ্ছেন ইওহান বুসে। বাংলালিংকে ৯ বছর দায়িত্ব পালন করা এরিক অসের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ইওহান। আজ সোমবার (১৭ মার্চ) এই নিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। আগামী ৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইওহান বুসে বাংলালিংকে যোগদানের আগে সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর