আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

অ্যান্টিক ব্র্যান্ডের কিবোর্ড ও মাউস এনেছে ওয়ালটন

ক.বি.ডেস্ক: দুই মডেলের মেকানিক্যাল এবং এক মডেলের রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরও ৬ মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো নিয়ে এলো ওয়ালটন। পাশাপাশি নতুন আরও দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস। ওয়ালটন এবং অ্যান্টিক ব্র্যান্ডে বাজারে আসা নতুন এই কিবোর্ড ও মাউসগুলো দেখতে আকর্ষণীয়, তেমনই টেকসই। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা।

নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের মডেল কেএম০২ (KM02) এর মূ্ল্য ২,৭৫০ এবং কেএম০৩ (KM03) এর মূল্য ২,৮৫০ টাকা। উভয় মডেলের প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। ২৫টি কি একসঙ্গে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ডটি দীর্ঘস্থায়ী ও টেকসই এবং বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি। মেকানিক্যাল কিবোর্ডের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।

অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের মডেল ডব্লিউকেএসআর০০৫আরএন (WKSR005RN) এর মূল্য ১,৭৫০ টাকা। এ ছাড়া ১০৪টি কি সমৃদ্ধ ১০ মিলিয়ন বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন আরও দুই মডেলের ১.৬ মিটার ক্যাবলের ওয়্যারড কিবোর্ডের মূল্য ১,৪৯৫ টাকা।

নতুন আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে দুই মডেলের মাউস-কিবোর্ড কম্বো। ডব্লিউএসএমকেসি০০৩ডব্লিউএন (WSMKC003WN) মডেলের মূল্য ১,১৯৫ টাকা। সাশ্রয়ী মূল্যের ডব্লিউএসএমকেসি০০১ডব্লিউএন (WSMKC001WN) মডেলের মাউস-কিবোর্ড কম্বোর মূল্য ৬৭৫ টাকা।

এ ছাড়া নতুন আসা রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউসটিতে ব্যবহৃত হয়েছে ৪০০ এমএইচ স্কোয়ার লিথিয়াম ব্যাটারি। ৪টি বাটনযুক্ত টাইপ-সি চার্জিং পোর্টের এই মাউসটির ডিপিআই ৮০০আর-১২০০জি-১৬০০বি-২৪০০পি। মূল্য ১,৩৯৫ টাকা। ড্রাই ব্যাটারিযুক্ত অন্য ওয়্যারলেস মাউসটির মূল্য ৫৮৫ টাকা।

বর্তমানে ২৪ মডেলের কিবোর্ড ও কিবোর্ড মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। নানান ফিচার ও মূল্যের ১৮ মডেলের মাউস রয়েছে। নির্দিষ্ট মডেলের কিবোর্ডে ১৫% এবং মাউসে ১০% ছাড় দিচ্ছে ওয়ালটন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *