সাম্প্রতিক সংবাদ

এনটিএমসি’র নতুন মহাপরিচালক মে. জে. আ স ম রিদওয়ানুর রহমান

ক.বি.ডেস্ক: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। অন্যদিকে এনটিএমসি’র দায়িত্বে থাকা মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিশ্বব্যাপী প্রযুক্তির দ্রুত উৎকর্ষতার ফলে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও রাষ্ট্রীয় প্রয়োজনে আইনি কাঠামোর মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০৬ (সংশোধিত)-এর অনুচ্ছেদ ৯৭-ক ক্ষমতা বলে টেলিযোগাযোগ সেবাদানকারী সকল মাধ্যমকে নিরবছিন্নভাবে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে এনটিএমসি। এনটিএমসি’র প্রতিটি কার্যক্রমের সঙ্গে দেশের এক বা একাধিক আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং তদন্তকারী সংস্থা জড়িত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *