সাম্প্রতিক সংবাদ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধি বজায় রেখেছে রবি

ক.বি.ডেস্ক: সামষ্টিক অর্থনীতি এবং ক্রমবর্ধমান রেগুলেটরি চ্যালেঞ্জের মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বজায় রেখেছে রবি। দ্বিতীয় প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ, যার মধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৪ লাখ এবং ফোরজি গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ। রবির মোট সক্রিয় গ্রাহকের ৭৬ দশমিক ৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এবং ৬৩ শতাংশ ব্যবহারকারী ফোরজি সেবা নিয়ে থাকে।

আজ সোমবার (২৯ জুলাই) ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করে অপারেটরটি এ তথ্য জানায়।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩২৫টি নতুন ফোরজি সাইট নেটওয়ার্কে যুক্ত করার মধ্য দিয়ে রবি ১৭ হাজার ৭১৫টি ফোরজি সাইট দিয়ে দেশের ৯৮ দশমিক ৯৩ শতাংশ ফোরজি কভারেজ নিশ্চিত করেছে। রবির আয় ২ হাজার ৬০৪ কোটি টাকা, চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে যা ৩ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ছয় মাস শেষে রবি’র আয়ের পরিমাণ ৫ হাজার ১২০ দশমিক ২ কোটি টাকা।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ইন্টারনেট সেবা থেকে আয় বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ। প্রতি মাসে গ্রাহক প্রতি গড় ডেটা ব্যবহার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইবিআইটিডিএ ছিল (৪৭ শতাংশ মার্জিনসহ) ১ হাজার ২২৩ কোটি টাকা। সাইক্লোন রেমাল এবং সিলেট অঞ্চলে বন্যার মত প্রতিকূল আবহাওয়ায় নেটওয়ার্ক অপেরেশনে খরচ বৃদ্ধি এবং বর্ধিত সিম ট্যাক্সের কারনে ইবিআইটিডিএ- এর ওপর বিরূপ প্রভাব পড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পাঁচ শতাংশ পয়েন্ট মার্জিন বৃদ্ধিসহ ইবিআইটিডিএ ১৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে রবির মূলধনী বিনিয়োগ ৬৭৬ দশমিক ৯ কোটি টাকা এবং চলতি বছরের প্রথম প্রান্তিকসহ চলতি বছরের প্রথম ছয় মাস শেষে রবির মূলধনী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৩ দশমিক ১ কোটি টাকা।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে রবির কর পরবর্তী (পিএটি) মুনাফা ১০৭ দশমিক ৫ কোটি টাকা এবং চলতি বছরের প্রথম প্রান্তিকসহ বছরের প্রথম ছয় মাসে রবির কর পরবর্তী (পিএটি) মুনাফা ২১৪ দশমিক ২ কোটি টাকায় পৌঁছেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে শূন্য দশমিক ২১ টাকায় পৌঁছেছে এবং দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৩৪১ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ৬৮৯ দশমিক ৩ কোটি টাকা, যা এই প্রান্তিকের মোট আয়ের ৬৪ দশমিক ৯ শতাংশ। প্রথম ছয় মাসে রবি রাষ্ট্রীয় কোষাগারে মোট জমা দিয়েছে ৩ হাজার ২৯৪ দশমিক ৯ কোটি টাকা, যা এই সময়ে রবির মোট রাজস্বের ৬৪ দশমিক ৪ শতাংশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *