সাম্প্রতিক সংবাদ

দেশের সংবিধান ও আইন না মানায় ফেসবুক-টিকটককে চিঠি

ক.বি.ডেস্ক: ফেসবুক-টিকটককে চার দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। দেশের সংবিধান ও আইন না মানায় ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর জবাব দিতে চার দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।

আজ রবিবার (২৮ জুলাই) রাজধানীর বিটিআরসি ভবনে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সমূহের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ‘‘গতকাল শনিবার ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে ৩০ জুলাই পর্যন্ত সময় দেয়া হয়েছে। দেশের সংবিধান ও আইন না মানায় এই চিঠি পাঠানো হয়েছে। আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত ৫০টি পেজ টেকডাউন করে দিয়েছে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *