মোবাইল স্মার্টফোন

স্মার্টফোনের অভিজ্ঞতা উন্নত করতে সনি’র সঙ্গে টেকনো

ক.বি.ডেস্ক: উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করবে এমন ফিচার নিয়ে আসার লক্ষ্যে সম্প্রতি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র সঙ্গে কোলাবোরেশন করেছে। এর ফলে টেকনো ক্যামন ৩০ সিরিজে পাওয়া যাবে ইন্ডাস্ট্রির সেরা ক্যামেরা সেটআপ এবং ইমেজিং ফিচার। পাশাপাশি ব্যবহারকারীরা প্রথমবারের মতো আকর্ষণীয় সব নতুন প্রযুক্তির অভিজ্ঞতা পাবেন। খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে উন্মোচিত হবে ক্যামন ৩০ সিরিজ।

ক্যামন ৩০ সিরিজে থাকবে সনি’র অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার সাহায্যে স্মার্টফোন প্রেমীরা নিজেদের ফটোগ্রাফি অভিজ্ঞতায় যোগ করতে পারবেন নতুন মাত্রা। থাকছে ডুয়াল চিপ সুবিধা। রয়েছে ইন্ডিপেন্ডেন্ট (স্বতন্ত্র) ইমেজিং চিপ সহ এই ব্রান্ডের প্রথম ইমেজিং সিস্টেম- পোলারএইস ইমেজিং সিস্টেম। সনি’র সহযোগিতায় এআই ভিত্তিক উন্নত ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন দুর্দান্ত সব ভিডিওগ্রাফি ফিচার।

সনি ইমেজিং চিপে রয়েছে ইন্ডাস্ট্রির প্রথম ফোরকে ৩০এফপিএস ফুল-সিন এআই-এনআর এইচডিআর ভিডিও। এই প্রযুক্তি দিয়ে খুব সহজেই প্রো-লেভেল ভিডিও শট করতে পারবেন। থাকবে সনি আইএমএক্স৮৯০ ৫০ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা সহ চারটি ৫০ মেগাপিক্সেল লেন্স। আরও আছে ইন্ডাস্ট্রির প্রথম বিল্ট-ইন এআইজিসি পোর্ট্রেইট ফাংশন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *