
ক.বি.ডেস্ক: চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো দেশের বাজারে উন্মোচন করেছে ভি সিরিজের ‘ভিভো ভি২১ই’ স্মার্টফোন। স্মার্টফোনটিতে এমন সব ফিচার যুক্ত করা হয়েছে, যার জন্য ভি২১ই জবে পেশাদার ফটোগ্রাফার ও ভ্লগারদের জন্য আদর্শ সঙ্গী। ভিভো ভি২১ই স্মার্টফোন: এতে রয়েছে এআই নাইট পোর্ট্রেইটসহ ৪৪ মেগাপিক্সেল আই অটোফোকাস ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার হার্ডওয়ার সবচেয়ে আধুনিক। রয়েছে