উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

পেপারফ্লাই নিয়ে এলো ‘সেলার ওয়ান’ সেবা

সারাদেশে অনলাইন বিক্রেতাদের ক্ষমতায়নের লক্ষ্যে আজ (৬ স্পেটেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে পেপারফ্লাই চালু করেছে ‘সেলার ওয়ান’ সেবা। এই পরিষেবার মাধ্যমে ঢাকার বাইরের এবং গ্রামীন ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি সারা দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবে।

রাজধানী কেন্দ্রিক অর্থনীতি ও বাণিজ্য ঢাকার বাইরের ব্যবসায়ী গোষ্ঠীর পরিপূর্ণ ক্ষমতায়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারে না। ঢাকার মত করে অন্যান্য জেলায় পরিবহণ, দক্ষ জনবল এবং দ্রুত ও বিস্তৃত আর্থিক পরিষেবাগুলির সুবিধা মেলে না। তবে, মানুষের উদ্যোগ ও সৃজনশীলতা কোনও অর্থনৈতিক হিটম্যাপের দ্বারা আবদ্ধ হতে পারে না। ঢাকার বাইরে অবস্থিত যে কোনও আকারের অনলাইন ব্যবসা পরিচালনার সুবিধার্থেই পেপারফ্লাইের এই সেলার ওয়ান নামক নতুন সেবা, যার মাধ্যমে দেশজুড়ে যে কেউ অনলাইন মারচেন্ট হতে পারবে।

ঢাকা শহর ছাড়িয়ে দেশের সবকটি জেলায় পেপারফ্লাইের ৬৪টি নিজস্ব পয়েন্টের মাধ্যমে মার্চেন্টের পণ্য পিকআপ করে এবং একইসঙ্গে যে কোনও ঠিকানাতে পৌঁছে দিতেই এই নতুন পরিষেবা। সেলার ওয়ান দেশের এই অত্যন্ত সম্ভাবনাময় শিল্পের জন্য ব্যাপক সরবরাহের প্রয়োজনীয়তাকে সহজ করার মধ্যদিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল উদ্যোক্তা তৈরি, অধিকতর ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

ই-কমার্সের ক্ষেত্রে দেশব্যাপী লজিস্টিক প্ল্যাটফর্ম হিসাবে সেলার ওয়ান দেশের সামগ্রিক অনলাইন বিক্রেতার সংখ্যাকে বহুগুণে বৃদ্ধি করবে এবং পুরো ই-কমার্স ইকোসিস্টেমের সম্প্রসারণে সহায়তা করবে। ঢাকার বাইরের ও গ্রামীণ ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে দেশব্যাপী সরাসরি গ্রাহকদের কাছে তাদের পণ্য বিক্রয় করতেও এই সেবাটি সহায়তা করবে। করোনার প্রভাবে যেহেতু প্রচুর দোকান বন্ধ বা অচল রয়েছে, তাই এই ছোট ব্যবসাগুলির বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য এই মুহূর্তে বিকল্প বিক্রয় পন্থা প্রয়োজন- যেখানে সেলার ওয়ান তাদের প্রয়োজনের বন্ধু হিসেবেও পাশে দাঁড়াবে।

অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন এটুআইর হেড অব ইকমার্স রেজওয়ানুল হক জামি, পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন, আইএফসি বাংলাদেশের প্রাইভেট সেক্টর স্পেসালিস্ট হোসনে ফেরদৌস সুমি, প্রাইম ব্যাংকের এসইভিপি সৈয়দ এম ওমর তৈয়ব এবং অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সর সিইও বিজন ইসলাম।

পেপারফ্লাই ‘সেলার ওয়ান’ এই পরিষেবার সহায়তায় রয়েছে এটুআই, আইসিটি ডিভিশন,   ই- কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *