আনুষাঙ্গিক মোবাইল

অনার স্মার্টফোনে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়

ক.বি.ডেস্ক: বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে অনার। অনার এর সেরা ও অত্যাধুনিক প্রযুক্তি সবার জন্য আরও সহজলভ্য করতে অবিশ্বাস্য ক্যাম্পেইনের ঘোষনা দিয়েছে। গ্রাহকরা অনার ম্যাজিক ভি২ স্মার্টফোনটি ৫০ হাজার টাকা ছাড়ে মাত্র ১,৩৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

অনার ম্যাজিক ভি২ স্মার্টফোনটি বাজারের সবচেয়ে পাতলা ফোল্ডেবল (ভাঁজযোগ্য) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।

অনার ম্যাজিক ৬ প্রো ফোনটি ১৫ হাজার টাকা কমে মাত্র ১,১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে অত্যাধুনিক আই-ট্র্যাকিং প্রযুক্তি, সিলিকন-কার্বন ব্যাটারি এবং উন্নত এআই সমর্থিত ফিচার।

অনার ২০০ প্রো ডিভাইসটি ৮ হাজার টাকা কমে মাত্র ৭৬,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ও স্টুডিও-লেভেল পোর্ট্রেট ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটি দিয়ে অসাধারণ সব ছবি তোলা যাবে। অনার ২০০ ডিভাইসটি ৫ হাজার টাকা ছাড়ে মাত্র ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অনার এক্স৯বি ও এক্স৮বি ফোন কেনার সময় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

যারা সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ডিভাইস কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য অনারের এই স্মার্টফোনগুলো হতে পারে সঠিক পছন্দ। বিস্তারিত: https://smart-honor.com/shop-location।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *