
ক.বি.ডেস্ক: অপো আসন্ন ঈদ-উল-আযহা’র আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য বিশেষ সব অফারের ঘোষণা দিয়েছে। অপো-ভক্তদের বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে- একটি ‘মেগা ঈদ লটারি’, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারেন পছন্দের গন্তব্যে স্বপ্নের ইন্টারন্যাশনাল ‘ড্রিম ট্রিপ’ অথবা অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গো’তে ১ মাসের ফ্রি সাবসক্রিপশন। এর পাশাপাশি ব্র্যান্ডটি নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’