মোবাইল স্মার্টফোন

হাই স্ক্রীন রিফ্রেশ রেটে পাওয়া যাবে ভিভো ওয়াই১৮

ক.বি.ডেস্ক: পড়াশোনার বিস্তৃত জগতের আনন্দ আরও বাড়িয়ে দেয় হাতে থাকা স্মার্টফোন। খুব দ্রুত তথ্য পাওয়া সম্ভব। তেমনি ই-বুক বা কোনো ভিডিও থেকে জেনে নেয়া যায় কোনো বিষয় সম্পর্কে। সেজন্য চাই ভালো ডিসপ্লে, ব্যাটারি। মূল্যটাও চাই হাতের নাগালে। এসব দিক বিবেচনা করেই ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। খুব শিগগিরই দেশে আসছে ভিভো ওয়াই১৮।

ভিভো ওয়াই১৮
স্মার্টফোনটিতে থাকছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে। শিক্ষার্থীদের সুবিধার্থে ৮৪০ নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে ভিভো। বাজেটের মধ্যেই ৯০ হার্টজ হাই স্ক্রীন রিফ্রেশ রেট পাওয়া যাবে স্মার্টফোনটিতে। ৬ জিবি র‍্যামে এবং ১২৮ জিবি রম সুবিধা দেবে। চাইলে নিজেদের প্রয়োজন অনুসারে আরও ৬ জিবি র‍্যাম বাড়াতে পারবে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীর স্মার্টফোনটি ব্যবহার করার পাশাপাশি সব প্রয়োজনীয় ডেটা সংরক্ষণে পাবে বিশাল স্টোরেজ সুবিধা।

তরুণ শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে ফটোগ্রাফিতেও নিজেদের প্রতিভার বিকাশ করতে সাহায্য করছে ভিভো। দারুণ সব ফিচারের সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। থাকছে মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসর এবং অপারেটিং সিস্টেমে থাকছে ফানটাচ ওএস১৪। আপডেটেড অ্যান্ড্রয়েড ১৪ সমৃদ্ধ ফানটাচ ওএস১৪ শিক্ষার্থীদের কাজকে আরও সহজ করবে।

ভিভো ওয়াই১৮ এর ৫০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারির সঙ্গে থাকবে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এতে কম সময়ে দ্রুত চার্জে সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস, টিউশন সামলে নিজেদেরকে মাল্টিটাস্কিংয়ে দক্ষ করার প্রস্তুতি নিতে সাহায্য করবে স্মার্টফোনটি। বাজেটের মধ্যে আপডেটেড সব ধরণের সুবিধা নিয়ে খুব শিগগিরই শিক্ষার্থীদের হাতের মুঠোয় আসছে ভিভো ওয়াই১৮।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *