সাম্প্রতিক সংবাদ

দ্বিতীয়বার সাইবেল’র সাইবার নিরাপত্তা সম্মননা পেল ইজেনারেশন

ক.বি.ডেস্ক: ডিজিটাল নিরাপত্তায় সেবায় অনবদ্য অবদান রাখার জন্য দেশের সিস্টেম ইন্টিগ্রেশন প্রতিষ্ঠান ইজেনারেশনকে পর পর দুইবার সম্মাননা প্রদান করলো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় থ্রেট ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী সিলিকনভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠান সাইবেল।

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত সাইবেল পার্টনার ইভেন্ট গ্রোকন ২.০ এ সাইবেল’র প্রধান নির্বাহী বিনু অরোরা ইজেনারেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান এর হাতে এ স্বীকৃতি তুলে দেন।

আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাইবেল, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য ইজেনারেশনকে এই স্বীকৃতি প্রদান করেছে।

ইজেনারেশন সাইবার ঝুঁকি মূল্যায়ন এবং প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থাগ্রহনে সেবা গ্রহণকারীদেরকে নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং সেবা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশের বৃহৎ ব্যাংক সমূহ, টেলিকম সেবা প্রতিষ্ঠান সমূহ, বৃহৎ শিল্পগোষ্ঠী সমূহ এবং সরকারি বিভিন্ন দপ্তরসমূহের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও অন্তর্ভুক্ত।

সাইবেলের প্রধান নির্বাহী বিনু অরোরা বলেন “ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাটাচ সারফেস মনিটরিং এবং ব্র্যান্ড মনিটরিং এর মত সলিউশন সাশ্রয়ী মূল্যে প্রদানের একটি একক প্ল্যাটফর্ম এর ব্যবস্থা করায় সাইবার সিকিউটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সাইবেল একটি গেম চেঞ্জার হিসাবে পরিগণিত হয়েছে। এই পরিষেবাগুলোকে একটি প্ল্যাটফর্মে একীভূত করায় কেবল গ্রাহকদের কার্যক্রম সহজসাধ্য হয়েছে তাই নয়, বরং পরিচালন দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাইবার নিরাপত্তায় যৌথভাবে বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহে বিনিয়োগ করছি এবং প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

শামীম আহসান বলেন, “ইজেনারেশন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনেট্রেশন টেস্টিং, ইনসিডেন্ট রেসপন্স, ফিশিং প্রোটেকশন, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং, সাইবার সিকিউরিটি কনসালটেশন, এসইএম সলিউশন (সিকিউরিটি ইনফরমেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট), থ্রেট হান্টিং, ডেটা লিক প্রিভেনশন, ব্র্যান্ড মনিটরিং সলিউশন ইত্যাদি সার্ভিস প্রদান করেছে এবং সামনের দিনগুলোতেও আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *