
বাংলাদেশের স্মার্টফোন বাজারে অপো নিয়ে এলো ‘অপো এ৩১’ মডেলের স্মার্টফোন। অপোর স্মার্টফোনগুলো সকল ক্ষেত্রেই তরুণ প্রজন্মের দৈনন্দিন প্রযুক্তিগত চাহিদা পূরণ করে আসছে। ফ্যান্টাসি হোয়াইট এবং মিস্টেরি ব্ল্যাক– এ দুই রঙে পাওয়া যাচ্ছে অপো এ৩১ স্মার্টফোন। অপো এ৩১ স্মার্টফোনটির মূল্য ১৬,৯৯০ টাকা। অপো এ৩১ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৭২০ পিক্সেল বাই ১৬০০ পিক্সেলের ৬.৫ ইঞ্চি