সাম্প্রতিক সংবাদ

সাংবাদিকতায় এআই’র ব্যবহার: টিএমজিবি ও গিগাবাইটের কমর্শালা

ক.বি.ডেস্ক: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ এক নতুন যুগের সূচনা করেছে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তথ্য যাচাই, লেখা সম্পাদনা ও শিরোনাম তৈরি- সবক্ষেত্রেই এআই এখন সাংবাদিকদের সহায়ক হাতিয়ার। এটি দ্রুত তথ্য বিশ্লেষণ করে পাঠকের আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজাতে পারে। এটি মুহূর্তেই বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে সংবাদ উপস্থাপন করতে পারে। ফলে সময় বাঁচে, বাড়ে সংবাদ মান। তবে প্রযুক্তির এই গতিশীলতার মাঝেও মানবসম্পাদনার ভূমিকা অপরিহার্য, কারণ সংবেদনশীলতা, প্রেক্ষাপট ও নৈতিকতার ভারসাম্য এখনও মানুষের অভিজ্ঞ হাতেই সবচেয়ে নিরাপদ।

তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার নিয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম: ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কর্মশালার আয়োজন কর হয়। এই বিশেষ কর্মশালাটি টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও গিগাবাইটের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)- এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় টিএমজিবি’র সদস্য সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আইসিটি বিটের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী। কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক, টুলসের কার্যকরী ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার নিয়ে তিনি আলোচনা করেন। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণ সহ হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালার সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান, স্মার্ট টেকনোলজিসের গিগাবাইট পণ্য ব্যবস্থাপক মো. তানজিম চৌধুরী, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। সঞ্চালনা করেন টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ। এ সময় উপস্থিত ছিলেন টিএমজিবির সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মঈদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী, কার্যনির্বাহী সদস্যদ্বয় নাজমুল হোসেন, রহিম শেখ।

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় প্রথাগত সাংবাদিকতায় আমূল পরিবর্তন এসেছে। এখন আধুনিক এআই টুলস ও এআইয়ের যথাযথ ব্যবহার ছাড়া সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না। তবে এআই ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে এআই এর মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য আমাদের সামনে অনেক সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে সাংবাদিকদের সবচেয়ে সচেষ্ট থাকতে হবে। এআই ব্যবহার করতে হবে, তবে এআই যেনো আপনাদেরকে ব্যবহার করতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।”

বিসিএস মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে এখন নকল ও রিফাব্রিশড পণ্যের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। জনপ্রিয় ব্র্যান্ডের ল্যাপটপ, স্মার্টফোন, এসএসডি, এমনকি পাওয়ার ব্যাংকও আসল পণ্যের নামে বিক্রি হচ্ছে নকল বা ব্যবহৃত সংস্করণে। এসব পণ্যে সাধারণত গ্যারান্টি থাকে না, কর্মক্ষমতাও কমে যায় দ্রুত। নকল ও রিফাব্রিশড প্রযুক্তিপণ্যের বিস্তার রোধে জনসচেতনতা তৈরি এখন সময়ের দাবি। এই সচেতনতা ছড়াতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। প্রযুক্তি সাংবাদিকরা নিয়মিত প্রতিবেদন, বিশ্লেষণ ও অনুসন্ধানের মাধ্যমে বাজারের অনিয়ম প্রকাশ করলে প্রতারক চক্রের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি সচেতন ক্রেতা ও দায়িত্বশীল সংবাদমাধ্যম একসঙ্গে কাজ করলে প্রযুক্তি বাজারে স্বচ্ছতা, আস্থা ও ন্যায্য প্রতিযোগিতা প্রতিষ্ঠিত হবে, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।”

টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, “বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এ প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়োপযোগী ও তথ্যভিত্তিক সাংবাদিকতা করতে পারেন।”

গিগাবাইট পণ্য ব্যবস্থাপক মো. তানজিম চৌধুরী বলেন, “বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কমপিউটার পণ্য সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করে আসছে গিগাবাইট। এআই প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় গিগাবাইটও তাদের পণ্যে এআই এর সন্নিবেশসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে বাজারে আনছে। টিএমজিবির সঙ্গে আগামীতেও এ ধরণের আয়োজনে আমাদের সহযোগিতা অব্যহত থাকবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *