দক্ষিনপুর্ব এশিয়া স্টার্টআপ সম্মেলন ২০২২
ক.বি.ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের নবীন উদ্যোগদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ‘দক্ষিনপুর্ব এশিয়া স্টার্টআপ সম্মেলন ২০২২’। ইন্সপায়ারিং বাংলাদেশের আয়োজনে তিন দিনব্যাপী (১৭-১৯ নভেম্বর) সম্মেলনের ১০ অধিবেশনে ৭৫ জন দেশী বিদেশী নীতি বিশেষজ্ঞ অংশ গ্রহণ করেছেন। সম্মেলনের সহযোগী আইসিটি বিভাগ।
সম্মেলনের সমাপনী দিনে এক অধিবেশনে টেকভিশন টোয়েন্টিফোরের সম্পাদক আনোয়ারুল কাইউম চৌধুরী বলেন, বিশ্বব্যাপী ব্যবসায়ে এখন নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশসহ দক্ষিনপুর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির জন্য সম্ভাবনা তৈরী করেছে স্টার্টআপ উদ্যোগগুলো যার সঙ্গে রয়েছে এক একটি তরুনের স্বপ্ন। প্রাথমিক পর্যায়ে কোন স্টার্টআপ উদ্যোগকেই আর্থিক প্রতিষ্ঠান অর্থায়ন করতে রাজি থাকেনা। নবীন উদ্যোগকে এগিয়ে নিতে হলে ব্যাক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে এবং ‘মিনিমাম ভায়াবেল প্রোডাক্ট’ তৈরি করা পর্যন্ত সহায়তা করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অর্থনীতিতে এগিয়ে নিতে উদ্ভাবনী স্টার্টআপ উদ্যোগে আরও বিনিয়োগের আহবান জানান তিনি।
দক্ষিনপুর্ব এশিয়া স্টার্টআপ সম্মেলন ২০২২ এর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, এটুআইর প্রকল্প পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আইডিয়া প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন,ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান আবু বকর হানিফ, এভিএস রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক রফিক খান, লেনোভোর মহাব্যবস্থাপক নবীন কেরিজেয়াল, আমারপে ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সরোয়ার।
এই সম্মেলনর সহযোগী ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, লেনোভো, এভিএস রিয়েল এস্টেট, আমারপে, এস্তে মেডিকেল, ফার্মাসি, ফিওনা, ওয়ারাহ, জসলন লিমিটেড, ফেস্টিভাইব, ইনটুসিনার্জি। মিডিয়া পার্টনার টেকভিশন২৪.কম।