সাম্প্রতিক সংবাদ

দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানে আইএসসি

ক.বি.ডেস্ক: দেশের ইনফরমাল সেক্টরের জন্য দক্ষ জনগোষ্ঠী তৈরির পাশাপাশি এই খাতে নিয়োজিত কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন এবং তাদের শিল্পখাতে সংযুক্তির ক্ষেত্রে সমন্বয়ের উপায় খুঁজে বের করার লক্ষে ‘দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানে শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)’ বিষয়থ এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৬ আগস্ট) ঢাকায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন এনএসডিএ’র সদস্য (নিবন্ধন ও সনদায়ন) আলিফ রুদাবা, ইনফরমাল সেক্টর শিল্প দক্ষতা পরিষদের চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন এবং ভাইস চেয়ারম্যান মনসুর হাসান খন্দকার। সভাপতিত্ব করেন এনএসডিএ’র সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) মিনা মাসুদ উজজামান।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে এনএসডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইনফরমাল সেক্টর শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)-এর ১৬টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

রেহানা পারভীন বলেন, ‘‘দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে ইনফরমাল সেক্টরের কর্মীদের মর্যাদাসম্পন্ন ও স্থায়ী কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করতে চাই আমরা। এক্ষেত্রে ইনফরমাল সেক্টর শিল্প দক্ষতা পরিষদকে টেকসই করা ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এনএসডিএ একটি মানসম্পন্ন স্কিলস ইকোসিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছে। শিল্প দক্ষতা পরিষদ শক্তিশালী হলেই স্কিলস ইকোসিস্টেম এগিয়ে যাবে।’’

কর্মশালায় বক্তারা বলেন, ‘‘দেশের একটি বিশাল অংশ কর্মরত রয়েছে ইনফরমাল সেক্টরে, যাদের দক্ষতা উন্নয়ন, সক্ষমতা ও আনুষ্ঠানিক কর্মসংস্থানের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনএসডিএ এই খাতকে গুরুত্ব দিয়ে তাদের দক্ষতা যাচাই, সনদ প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। নীতিগত সুপারিশ, বাস্তবধর্মী দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়, যা আগামীর কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।’’

শিল্প প্রতিনিধিরা বলেন, ‘‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর আওতায় তৈরিকৃত সিএস ও সিবিসি প্যাকেজ প্রোগ্রাম হাতে নেয়া প্রয়োজন। পাশাপাশি সিএস এর আউটপুট-ভিত্তিক পরিকল্পনা থাকা প্রয়োজন। স্থানীয় উদ্যোক্তাদের জন্য দক্ষ কর্মশক্তি তৈরি করার ব্যাপারে মনোযোগী হওয়ার কথা বলেন প্রতিনিধিরা। প্রজেক্ট-ভিত্তিক সমাধান না খুঁজে টেকসই শিল্প সংযোগ তৈরি করা প্রয়োজন, পাশাপাশি টেকনোলজি ও দক্ষ জনশক্তির সমন্বয়ের করা প্রয়োজন।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *