ডিআইইউ’র শিক্ষার্থীদের জন্য ‘উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ’ আয়োজন

ক.বি.ডেস্ক: বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ‘মিট উইডথ দ্য ভাইস চ্যান্সেলর’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এটি ছিল এই আয়োজনের প্রথম সভা, যা এখন থেকে প্রতি সেমিস্টারে একবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কেন্দ্রিক রীতি অনুসারে, উপাচার্য শিক্ষার্থীদের সরাসরি এবং ঘনিষ্ঠভাবে শোনার জন্য এই সভার আয়োজন করা হয়।
আজ সোমবার (১৩ অক্টোবর) ডিআইইউ’র অধ্যাপক ডক্টর লুৎফুর রহমান হলে অনুষ্ঠিত ‘মিট উইডথ দ্য ভাইস চ্যান্সেলর’ শীর্ষক এক আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম আর কবির। সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী। এ সময় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং গঠনমূলক পরামর্শ সরাসরি ভাগ করে নেয়ার সুযোগ পায় যাতে বিশ্ববিদ্যালয়ে একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করতে এবং সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা বৃদ্ধি করতে সহায়তা করে। প্রাণবন্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের বর্তমান শেখার অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ে অন্তর্দৃষ্টি ভাগ করে নেয়। তারা কীভাবে ক্লাস এবং পরীক্ষা পরিচালনা করে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।
উপাচার্য অধ্যাপক ডক্টর এম আর কবির বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের কথা শোনার জন্য প্রস্তুত। বিশ্ববিদ্যালয় ক্রমাগত উন্নত ছাত্র-কেন্দ্রিক অভিজ্ঞতা প্রদানে বদ্ধপরিকর।’’