সাম্প্রতিক সংবাদ

ডাকসেবা অধ্যাদেশ ২০২৫: ৪ নভেম্বর পর্যন্ত মতামত প্রদান করা যাবে

ক.বি.ডেস্ক: বাংলাদেশ ডাক আইনকে আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব রূপ দিতে সরকার ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫’ নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যা ১৮৯৮ সালের পুরনো পোস্ট অফিস অ্যাক্ট-কে প্রতিস্থাপন করবে। নতুন এই অধ্যাদেশের মাধ্যমে ডিজিটাল রূপান্তর, আধুনিক ঠিকানা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনজনিত মাইগ্রেশন সংক্রান্ত ঠিকানা সংরক্ষণ, ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি- এই পাঁচটি মূল বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

যুগান্তকারী পরিবর্তনের মূল দিকসমূহ
আধুনিক নিয়ন্ত্রক কাঠামো: বাংলাদেশ ডাকের অধীনে একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে ‘নিয়ন্ত্রণ উইং’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, যা বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরদের লাইসেন্স প্রদান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা তদারকি করবে। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনায় সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

ডিজিটাল রূপান্তর ও উপাত্ত সুরক্ষা: নতুন আইনে ডিজিটাল ডাকটিকিট চালুর পাশাপাশি একটি কেন্দ্রীয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে সব অপারেটরের সেবার আন্তঃপরিচালন নিশ্চিত হয়।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য ‘পারসোনাল ডেটা প্রটেকশন অরডিন্যান্স, ২০২৫’-এর নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ডাকের প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি: ডাকসেবাকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে, ফলে জাতীয় সংকটকালে ডাকযান ও কর্মীদের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। এ ছাড়া চিফ কন্ট্রোলার অফ স্ট্যাম্পস দপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড ও নিরাপত্তা: সীমান্ত অতিক্রমকারী সকল পার্সেলের জন্য ইলেকট্রনিক অগ্রিম তথ্য এবং কেওয়াইসি যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে অবৈধ লেনদেন বা অপব্যবহার প্রতিরোধ সম্ভব হয়।

ডিজিটাল আর্থিক সেবা: ডাকঘর সঞ্চয় ব্যাংক ও ডাক জীবন বীমা-কে রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত ‘অধিকারী ডাকসেবা’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশের সাধারণ মানুষের সঞ্চয় ও বীমা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট: নতুন অধ্যাদেশে প্রবাসী ও অনিবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সেবা নিশ্চিত করা হয়েছে, যা গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করবে।

ঠিকানা আর্কাইভিং ও জলবায়ু অভিযোজন: নাগরিকদের ঠিকানা ডিজিটালভাবে সংরক্ষণ ও জিও-ফেন্সিং সুবিধা যুক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, নদীভাঙন বা স্থানচ্যুতিজনিত পরিস্থিতিতেও স্থায়ীভাবে ঠিকানা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে অধ্যাদেশটির খসড়া প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ জনগণ আগামী ৪ নভেম্বর পর্যন্ত মতামত প্রদান করতে পারবেন। এ ছাড়া আগামী ৩০ অক্টোবর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে জিপিওতে একটি সভা অনুষ্ঠিত হবে। সকলের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী ডাকসেবা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে কাজ করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *