আনুষাঙ্গিক মোবাইল

এক্সচেঞ্জ অফারসহ অনার এক্স৮সি ফোনে চলছে প্রি-বুকিং

ক.বি.ডেস্ক: অনার এক্স৮সি ফোনে প্রি-বুকিংয়ের সঙ্গে থাকছে আকর্ষনীয় অফার। প্রি-বুকিং চলাকালীন গ্রাহকরা বর্তমানে ব্যবহার করছেন এমন যেকোনো ব্র্যান্ডের ফোন এক্স৮সি ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে এক্সচেঞ্জকৃত ফোনের মূল্য এক্স৮সি ফোনের মূল্য থেকে ছাড় দেয়া হবে। শীঘ্রই বাংলাদেশের বাজারে স্টাইলিশ স্মার্টফোন নিয়ে আসছে অনার।

অনার এক্স৮সি ফোনে থাকছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম (৮+৮ এক্সটেন্ডেড), ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে আসছে- মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল।

ফোনটির প্রি-বুকিং আজ ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী ২ মে পর্যন্ত চলবে। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) ও ক্রয় পরবর্তী ১৮০ দিনের জন্য বিনামূল্যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। সঙ্গে পাবেন অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড। বিস্তারিত: https://smart-honor.com।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *