বাংলা নববর্ষে ‘ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার’
 
                                                ক.বি.ডেস্ক: বাংলা ১৪৩২ সালকে স্বাগত জানিয়ে এবং নতুন বছরের নতুন আনন্দে ভরিয়ে দিতে, আন্তর্জাতিক মানের প্রিন্টার ব্র্যান্ড ব্রাদার নিয়ে এসেছে ‘ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার’। এই অফারের আওতায় গ্রাহকরা পাচ্ছেন নিশ্চিত পুরস্কার এবং প্রিন্টিং খরচে সাশ্রয়ের দুর্দান্ত সুযোগ।
অফার চলাকালীন সময়ে ( ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ) ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কিনলেই, ক্রেতারা পাচ্ছেন ১,০০০ টাকা মূল্যের প্রাইজ বন্ড বা ক্যাশ ভাউচার একদম নিশ্চিতভাবে। এটি শুধু একটি ডিসকাউন্ট নয়, বরং গ্রাহকের প্রতি ব্রাদারের কৃতজ্ঞতার প্রতিফলন এবং নতুন বছরের উপহার।
অফারের বিশেষ সুবিধাসমূহ
ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কেনার ওপর ১,০০০ টাকা প্রাইজ বন্ড উপহার। উন্নতমানের প্রিন্টার, যার মাধ্যমে প্রিন্টিং খরচ হয় মাত্র ৫০ পয়সা প্রতি পৃষ্ঠা। এই অফারটি শুধুমাত্র নির্ধারিত সময়ের জন্য প্রযোজ্য এবং স্টক সীমিত।
তাই দেরি না করে এখনই নিকটস্থ ব্রাদার অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে আপনার পছন্দের প্রিন্টারটি সংগ্রহ করুন এবং বৈশাখের আনন্দকে আরও রঙিন করে তুলুন।


 
							 
							 
							


