অন্যান্য টিপস

অনলাইন শপিংয়ে আপনার তথ্য নিরাপদ রাখবেন যেভাবে

ক.বি.ডেস্ক: সফোসের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী র‍্যানসমওয়্যার হামলা হওয়ার প্রধান দ্বিতীয় মাধ্যম হলো ইমেইল। ২৫ শতাংশ সাইবার হামলার ক্ষেত্রে দেখা যায় ভুয়া বা সন্দেহজনক ইমেইল ক্লিক করে এমন সাইবার হামলা ঘটেছে। বছরের বিশেষ সময়ে যখন অনালাইন শপগুলোতে বিভিন্ন অফার বা ছাড় দেয়া হয়, তখন এই ধরনের সাইবার হুমকির সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়।

অনালাইনে কেনাকাটা করার সময় সচেতন থাকলে এমন সাইবার হামলার ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব। নিরাপত্তার সঙ্গে অনলাইন শপিং করতে গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি সফোসের দেয়া টিপস অনুসরণ করতে পারেন।

অ্যাড ব্লকার ব্যবহার করুন: আপনার ব্রাউজারকে ক্ষতিকারক লিঙ্ক এবং ট্র্যাকিং থেকে সুরক্ষিত রাখতে ‘ইউব্লক অরিজিন’ বা ‘ঘোস্ট্রি’ এর মতো বিজ্ঞাপন বা অ্যাড ব্লকারগুলো ব্যবহার করুন।

প্রাইভেট ব্রাউজিং বা ইনকগনিটো মোড ব্যবহার করুন: ফায়ারফক্সের মতো প্রাইভেট ব্রাউজিং অথবা ক্রোমের মতো ইনকগনিটো মোড ব্যবহার করলে ক্রয়-বিক্রয় সম্পর্কিত তথ্য গোপন থাকে। এতে ট্র্যাকিং কুকিগুলো ব্লক হয়ে যাবে এবং ইন্টারনেটে আপনি যে সাইটগুলো ভিজিট করেছেন বা ফলো করেন সেটির তথ্য গোপন থাকবে।

ব্রাউজারকে প্রাইভেট স্মার্ট রাখুন: অনলাইনে কেনাকাটার সময় আপনার ব্রাউজারে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের ‘প্রাইভেসি ব্যাজার’ ব্যবহার করুন। এতে অদৃশ্য ট্র্যাকারগুলো ব্লক হয়ে যায় এবং তথ্যের গোপনীয়তা বজায় থাকে।

আলাদা অ্যাকাউন্ট লগইন করুন: অনলাইন অফার চলাকালীন সময়ে সোশ্যাল মিডিয়ায় সাবধানে লগইন করুন৷ একাধিক ই-কমার্স সাইট থেকে কেনাকাটার ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে লগইন করুন।

গেস্ট লগইন মোড ব্যবহার করুন: ব্যক্তিগত তথ্যের এক্সপোজার কমাতে এবং তথ্য নিরাপদ রাখতে গেস্ট লগইন মোড চালু করুন। পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্যের প্রয়োজন কম হওয়ায় এতে কেনাকাটার পদ্ধতিও সহজ হয়।

কার্ডের তথ্য সেভ করবেন না: অনলাইনে কেনাকাটা দ্রুত করার জন্য অনেকেই ক্রেডিট কার্ডের তথ্য সেইভ করে থাকে যেটি কিনা নিরাপদ নয়। আপনার আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে তথ্য সেইভ করা থেকে বিরত থাকুন।
অস্থায়ী কার্ড নম্বর ব্যবহার করুন: অনেক আর্থিক প্রতিষ্ঠান অস্থায়ী বা ওয়ান-টাইম-ইউজ ক্রেডিট কার্ড নম্বর প্রদান করে। এটি ব্যবহার করুন। এতে জালিয়াতি ঝুঁকি এবং ব্যবসায়ীদের ট্র্যাকিং করা কমে যায়।

ডেবিট কার্ডের পরিবর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করুন: ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ড বেশি সুরক্ষা দেয়। তাই লেনদেনের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করুন। লেনদেন সংক্রান্ত কোন সমস্যা হলেও ক্রেডিট কার্ড আপনার তথ্যকে নিরাপদ রাখবে।

সোশ্যাল মিডিয়ায়/চ্যাটিং অ্যাপে সতর্ক থাকুন: সোশ্যাল মিডিয়ায় অযাচিত মেসেজের ব্যাপারে সতর্ক থাকুন। পরিচিত সাইট, এবং রিকমেন্ডশন ফলো করুন। এতে ভুয়া অনলাইন পেইজের ফাঁদে পড়ার সম্ভাবনা কমে আসে।

সন্দেহজনক ইমেইলে ক্লিক করবেন না: ইনবক্সে আকর্ষণীয় অফারের বিভিন্ন মেইল আসে। মেইলের মাধ্যমে হওয়া ফিশিং সাইবার অ্যাটাক থেকে রক্ষা পেতে অপরিচিত কোন মেইল ক্লিক করা এড়িয়ে চলুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *