মোবাইল স্মার্টফোন

৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সমৃদ্ধ ‘ভিভো ভি৫০ লাইট’ স্মার্টফোন উন্মোচন

ক.বি.ডেস্ক: এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করা হলো ভিভো’র নতুন স্মার্টফোন ‘ভিভো ভি৫০ লাইট’। নতুন এই ফোনে রয়েছে আল্ট্রা স্লিম ডিজাইনের সঙ্গে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। যা নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ আর সুপারফাস্ট চার্জিং। আরও থাকছে রিভার্স চার্জিং সুবিধা। ফলে আর দরকার পরবে না পাওয়ার ব্যাংকের। পাঁচ বছর পরও ব্যাটারি ৮০% এর বেশি সক্ষমতা ধরে রাখবে।

আজ শনিবার (১৯ এপ্রিল) ঢাকার একটি কনভেনশন সেন্টারে জনপ্রিয় তারকা ও ভিভো’র শুভেচ্ছাদূত তাহসানকে সঙ্গে নিয়ে ভিভো দেশের স্মার্টফোন বাজারে উন্মোচন করেছে ‘ভিভো ভি৫০ লাইট’। এ সময় উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লি, কান্ট্রি ব্রান্ড ম্যানেজান তানজীব আহমেদ।

ভিভো ভি৫০ লাইট
আল্ট্রা স্লিম ডিজাইনের সঙ্গে সেরা পারফরম্যান্স- দুটোই একইসঙ্গে পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের ফোনে দেয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেম, সরু বেজেলের ৬.৭৭ ইঞ্চি এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন। আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ ১২০ হার্টজ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট থাকছে। ফোনটিতে আছে ১৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ও সার্টিফায়েড এসজিএস লো লাইট।

টেকসই নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস, যা ২০% বেশি ধাক্কা সহ্য করতে পারে। আইপি৬৫ সার্টিফিকেশন থাকায় ফোনটি পানি ও ধুলাবালিতেও নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ চলবে দ্রুত, গেমিং বা ভিডিও সব কিছু হবে মসৃণভাবে। ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট পোর্ট্রেইট প্রযুক্তির ফোনটি দিয়ে কম আলোতেও প্রফেশনাল কোয়ালিটির ছবি তোলা যাবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফিগুলোও হবে নিখুঁত ও স্টুডিও-লুকের।

দুটি ট্রেন্ডি কালার অপশনে আসছে ভি৫০ লাইট। টাইটেনিয়াম গোল্ড, মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত এ সংস্করণটি। ফ্যান্টম ব্ল্যাক উপস্থাপন করে এক রহস্যময় অথচ অভিজাত উপস্থিতি। ভিভোর নতুন এ ফোনের ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা। ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *