মোবাইল স্মার্টফোন

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির শাওমির ‘রেডমি ১৫’ স্মার্টফোন

ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে শাওমি নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ‘রেডমি ১৫’। নতুন এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করবে টেকপ্রেমীদের। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩ টি কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টফোনটি।

শাওমি রেডমি ১৫
এই স্মার্টফোনে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেশীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুইদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এ ছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেয়া যাবে।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর। রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, সঙ্গে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা।

ডিভাইসটিতে দেয়া হয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। রয়েছে আইপি ৬৪ রেটিং, যা স্মার্টফোনটিকে পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে দেবে বাড়তি সুরক্ষা। ডিভাইসটি কোয়াড কার্ভড ডিজাইনের। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে- ১২৮ জিবি স্টোরেজ সহ ৬ জিবি র‍্যাম এর মূল্য ১৭,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির ২০,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *