সাম্প্রতিক সংবাদ

২৯ জুলাই থেকে ৮ আগস্ট সাইবার পেট্রলিংয়ে রেড অ্যালার্ট

ক.বি.ডেস্ক: আজ ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সাইবার গোয়েন্দা কার্যক্রমে গতি বাড়াতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের স্পেশাল পুলিশ সুপারসহ দেশের প্রতিটি জেলার পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

গতকাল সোমবার (২৮ জুলাই) সহিংস নৈরাজ্যের শঙ্কায় দেশের বিভিন্ন পুলিশের এই বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো অনলাইন ও অফলাইন মিলিয়ে উসকানিমূলক প্রচারণা চালিয়ে দেশজুড়ে নৈরাজ্য তৈরি করতে পারে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে অথবা উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা করা হতে পারে।

এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে আজ থেকে ৮ আগস্ট পর্যন্ত। এ সময়ে সবিশেষ গুরুত্ব পেয়েছে সাইবার গোয়েন্দা কার্যক্রমে গতি বৃদ্ধিতে।

চিঠিতে আর জানানো হয়েছে, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ নামের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলটির সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পরও দেশ ও বিদেশে ছদ্মবেশে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি চক্র- যাদের মধ্যে অনেকেই ভিন্ন নামে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ তৈরি করে টেলিগ্রাম, ইউটিউব এবং ফেসবুকভিত্তিক এই চ্যানেলগুলো থেকে রাজনৈতিক উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে নিয়মিতভাবে। এসব ভার্চুয়াল প্রচারণায় অংশ নিচ্ছে বিদেশে অবস্থানরত নেতারাও।

বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত গুজব ও উসকানি মোকাবিলায় কঠোর সাইবার পেট্রোল এখন সময়ের দাবি। কারণ অনলাইনের অপপ্রচার দ্রুতই বাস্তব অস্থিরতায় রূপ নিতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *