২৮-৩০ জানুয়ারি শুরু হচ্ছে ডিডিআই এক্সপো-২০২৬
ক.বি.ডেস্ক: ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী (২৮-৩০ জানুয়ারি) ‘‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’’। প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন, আইসিটিতে দেশের সক্ষমতা, সাফল্য ও সম্ভাবনা দেশ এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরা, উদ্যোক্তা সৃষ্টি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহত তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিতব্য দেশের সর্ববৃহত তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)। প্রধান উপদেষ্টার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে ২৯ জানুয়ারির পরিবর্তে ২৮ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী এই প্রদর্শনী শুরু হবে।
‘‘ডিডিআই এক্সপো-২০২৬’’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। উপস্থিত থাকবেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, বিএইচটিপিএ’র ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬
২৮-৩০ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম, সেলিব্রেটি, হারমনি, কার্নিভাল, মিল্কিওয়ে, মিডিয়া বাজার, উইন্ডি টাউন সহ সম্মেলন কেন্দ্রের প্রায় ৬ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি কয়েকটি জোনে ভাগ করা হয়েছে- লোকাল ম্যানুফ্যাকচারার্স, প্রোডাক্ট শোকেস, ইনোভেশন, মিট উইডথ ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার্স, ডিজিটাল লাইফস্টাইল, মেগা সেলস, সেমিনার, বিটুবি ম্যাচমেকিং।
এবারের প্রদর্শনীতে স্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বাজারজাতকারী প্রতিষ্ঠান, স্টার্টআপ কোম্পানি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন থাকছে। সেই সঙ্গে থাকছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নীতি-নির্ধারণী আলোচনা। প্রদর্শনীতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। যা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, ডিজিটাল উদ্ভাবন, দেশীয় প্রযুক্তি উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ডিডিআই এক্সপো-২০২৬। এই প্রদর্শনীর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবক এবং তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।





