উদ্যোগ

২৪ নভেম্বর সিলেটে বিডিজবস চাকরি মেলা

ক.বি.ডেস্ক:  আগামী ২৪ নভেম্বর সিলেটে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডিজবস চাকরি মেলা। দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সব ধরনের চাকরি প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে সিলেটে চাকরিমেলার আয়োজন করছে চাকরির তথ্যদাতা ওয়েবসাইট বিডিজবস ডটকম।‌

সিলেটের আরামবাগ পয়েন্টের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সকাল ৯টা-বিকাল ৪টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় অংশগ্রহণের জন্য  এই www.bdjobs.com/jobfair ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে।

সিলেটের স্থানীয় চাকরি বাজার মূলত: হসপিটালিটি এবং স্বাস্থ্যখাতের ওপর নির্ভরশীল। মেলায় বিপুল সংখ্যক শেফ, ওয়েটার, হাউজকিপার, নার্স, প্যাথলজিস্ট এবং মেডিকেল টেকনিশিয়ানের সমাবেশ ঘটবে। এ মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা কোম্পানিগুলোর বুথে সিভি জমা দেয়ার পাশাপাশি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কোম্পানি সর্ম্পকে জানতে এবং নিজেদেরকে প্রস্তুত করার বিষয়েও ধারনা পাবেন। এবারের মেলার সহযোগিতায় রয়েছে এটুআই এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিডিজবস ডটকম এর প্রধান কার্যালয়ে বিডিজবস চাকরি মেলার বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী, মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ, কর্মকর্তা শফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম এবং মেঘলা শারমিন।

মেলা প্রসঙ্গে প্রকাশ রায় চৌধুরী বলেন, করোনা পরবর্তী সময়ে কোম্পানিগুলোতে প্রচুর জনবল প্রয়োজন পড়ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে প্রচুর বেকার থাকা স্বত্তেও কোম্পানিগুলো যোগ্য লোক খুঁজে পাচ্ছেনা। সিলেটের চাকরি প্রার্থীদের সঙ্গে কোম্পানীগুলোর সংযোগ তৈরী করতে বিডিজবস এই মেলার আয়োজন করছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ কর্মীর অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো জনবল নিয়োগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কোম্পানিগুলোর সঙ্গে কর্মীদের একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই আয়োজন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *