১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশে হোস্টিং সামিট ২০২৫’
![](https://computerbichitra.com/wp-content/uploads/2025/02/hosting.jpg)
ক.বি.ডেস্ক: বাংলাদেশ এর ওয়েব হোস্টিং শিল্পের সামগ্রিক উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশে হোস্টিং সামিট ২০২৫’। দেশের অন্যতম বৃহৎ এই সম্মেলন এ বছর ৭ম বারের মতো আয়োজন করা হচ্ছে।
ঢাকার হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশে হোস্টিং সামিট ২০২৫’-এ ওয়েব হোস্টিং শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তার গুরুত্ব নিয়ে আলোচনা, স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের (এসএমই) জন্য নিরাপদ হোস্টিং সুবিধা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হোস্টিং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা করা হবে।
সম্মেলনে উপস্থিত থাকবেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি), বিটিআরসি, বিটিসিএল, বেসিস, আইএসপিএবি, বাক্কো, সিসপ্যাব ও ই-ক্যাব। প্রযুক্তিবিদ ও উদ্যোক্তারা, দেশের শীর্ষস্থানীয় ৩০টির বেশি ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের সিইও ও প্রযুক্তি কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে দেশীয় ও আন্তর্জাতিক হোস্টিং ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ওয়েব হোস্টিং অবকাঠামো উন্নয়নে ক্লাউড হোস্টিং, ডেডিকেটেড সার্ভার ও ডেটা সেন্টার সম্প্রসারণ। সাইবার নিরাপত্তায় বাংলাদেশে ডেটা সুরক্ষা, হ্যাকিং প্রতিরোধ ও নিরাপদ হোস্টিং ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ওয়েব হোস্টিং অটোমেশন ও গ্রাহক সেবায় এআই-এর ব্যবহার। কর্মশক্তি দক্ষতা উন্নয়নে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি ও প্রশিক্ষণ কর্মসূচি।
সম্মেলনের আহ্বায়ক মো. একরামুল হায়দার বলেন, “এবারের হোস্টিং সম্মেলনে আমরা হোস্টিং শিল্পের উন্নয়ন, প্রযুক্তির আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। পাশাপাশি, উদ্যোক্তাদের জন্য নীতিনির্ধারণী সুপারিশও থাকবে। প্রাপ্ত সুপারিশগুলো বাংলাদেশে ওয়েব হোস্টিং খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মানের হোস্টিং ব্যবসা গড়ে তোলার দিকনির্দেশনা প্রদান করা হবে।”