১৭ মে থেকে শুরু হচ্ছে বিটিআরসি’র বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম

ক.বি.ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের লাইসেন্সিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে। আগামী ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস থেকে কমিশনের লাইসেন্স ইস্যু, নবায়ন, ঠিকানা পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত সব কার্যক্রম বাধ্যতামূলকভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। ই-লাইসেন্স ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর করা হবে। এরপর থেকে আর কোনও আবেদন কাগজে গ্রহণ করা হবে না।
বিটিআরসি নতুন ‘লাইসেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’(এলআইএমএস) চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স নবায়ন, নাম ও ঠিকানা পরিবর্তনসহ সবধরনের আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।
কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে যারা বিটিআরসি’র অধীন লাইসেন্স, রেজিস্ট্রেশন বা এনলিস্টমেন্ট সার্টিফিকেটধারী সবাইকে দ্রুত https://lims.btrc.gov.bd পোর্টালে গিয়ে ইউজার অ্যাকাউন্ট খুলে নিজেদের প্রতিষ্ঠানের তথ্য আপলোড করতে হবে। আগে জমা দেয়া তথ্যগুলোও হালনাগাদ করা যাবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় হালনাগাদ ডকুমেন্ট যুক্ত করলে কমিশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ই-লাইসেন্স প্রদান করবে।
বিটিআরসি মনে করছে, এই পদক্ষেপের ফলে সেবা গ্রহণে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে এবং টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে। কমিশনের সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।