১১.১১: শপিং অভিজ্ঞতায় দারাজমল নিয়ে এলো ‘অথেন্টিসিটি গ্যারান্টি’
ক.বি.ডেস্ক: ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ, বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ উপলক্ষে দারাজমলের জন্য এনেছে এক নতুন অভিজ্ঞতা। নতুনভাবে সাজানো দারাজমলে ব্র্যান্ড ও অনুমোদিত সেলাররা এখন দিচ্ছে ‘অথেন্টিসিটি গ্যারান্টি’, যেখানে ক্রেতারা পণ্যের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং পণ্য আসল না হলে তিন গুণ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন।
দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র ভার্চুয়াল মল হিসেবে দারাজমল এই অঞ্চলের ১,৫০০-এর বেশি ব্র্যান্ড এবং লক্ষ লক্ষ গ্রাহকের আস্থা অর্জন করেছে। এতে ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড লাইফস্টাইল সহ বিভিন্ন ক্যাটাগরির দেশি-বিদেশি নানা ব্র্যান্ড রয়েছে। নতুন দারাজমল ডিজাইনটি এখন আরও উজ্জ্বল বেগুনি রঙের প্যালেটকে তুলে ধরে, যা আসল পণ্য, উদ্ভাবন এবং একটি প্রাণবন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতার প্রতি এর নতুন ফোকাসকে প্রতিফলিত করে।
দারাজমল ক্রমাগতভাবে সেইসব গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করছে যারা নির্ভরযোগ্য ও অফিসিয়াল ব্র্যান্ড চ্যানেলের মাধ্যমে মানসম্মত পণ্য, ওয়ারেন্টি নিশ্চয়তা এবং কার্যকর আফটার-সেলস সাপোর্ট পেতে চান। একাধিক পেমেন্ট অপশন, এক্সক্লুসিভ কার্ড অফার, সুবিধাজনক ডোর-টু-ডোর ডেলিভারি, দ্রুত কাস্টমার সার্ভিস এবং প্রায়োরিটি রিটার্নের সুবিধা সহ দারাজমল একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে, যা প্রতিটি কেনাকাটায় গুণমান এবং আস্থা নিশ্চিত করে।
১১.১১ ক্যাম্পেইনে দারাজমল দিচ্ছে ১ কোটি ১৭ লক্ষেরও বেশি ব্র্যান্ডেড পণ্যে আকর্ষণীয় অফার সহ উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য সংমিশ্রণ। তিনগুণ ক্যাশব্যাকসহ মানসম্মত পণ্যের গ্যারান্টির পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার সুবিধা। গ্রাহকরা দ্রুততম ২ দিনের মধ্যে ডেলিভারি এবং ঝামেলাহীন ১৪-দিনের রিটার্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে করবে চিন্তামুক্ত।
ক্রেতারা দারাজ অ্যাপ বা ওয়েবসাইটের হোমপেজে ডেডিকেটেড দারাজমল চ্যানেলের মাধ্যমে সহজেই দারাজমল খুঁজে পেতে পারেন। কেনাকাটার পুরো সময়জুড়ে মল ব্যাজযুক্ত পণ্যগুলো সহজেই চেনা যায়, যা গ্রাহকদের এই আশ্বাস দেয় যে প্রতিটি কেনাকাটা ভেরিফায়েড ব্র্যান্ড পার্টনার বা সেলারদের কাছ থেকে আসছে এবং এর সাথে রয়েছে আসল পণ্যের নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সেবা।





