স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে অনার ৪০০ সিরিজ

ক.বি.ডেস্ক: ফটোগ্রাফির নতুন এআই গোট হিসেবে সমাদৃত হয়েছে অনার ৪০০ সিরিজ। অত্যাধুনিক প্রযুক্তি এবং এআই-সমর্থিত ক্যামেরা সিস্টেমের সাহায্যে স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিরিজ। আগামী ২৫ মে দেশের বাজারে অনার ৪০০ সিরিজ স্মার্টফোন উন্মোচন করা হবে।
অনার ৪০০ সিরিজে রয়েছে ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই মেইন ক্যামেরা, ১/১.৪-ইঞ্চি সেন্সর এবং এফ/১.৯ অ্যাপারচার। পোর্ট্রেইট ফটোগ্রাফির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এমন ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরার পারফরম্যান্স বৃদ্ধি করতে এই ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন।
ওয়াইড-অ্যাঙ্গেল ছবি এবং ক্লোজ-আপ শট নিতে সহায়তা করার জন্য এই সিরিজে আছে ১২ মেগাপিক্সেল ১১২° আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা। প্রফেশনাল লেভেলের সেলফি তোলার জন্য রয়েছে পোর্ট্রেইট অ্যালগরিদম ও এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেইট সেলফি ক্যামেরা। প্রাইমারী ক্যামেরার সঙ্গে ৩০x টেলিফটো শুটিং ফাংশনও রয়েছে। এই ডিভাইসে এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন জুম সুবিধা পাওয়া যাবে, যা মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মান স্থাপন করবে। বিস্তারিত: https://smart-honor.com/।