আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

স্মার্ট ব্র্যান্ডিংয়ে ওয়ালটনের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

ক.বি.ডেস্ক: যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য স্মার্ট ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের কার্যকর সমাধানে ওয়ালটন নিয়ে এলো সিনেক্সা ব্র্যান্ডের অত্যাধুনিক ডিজিটাল সাইনেজ ডিসপ্লে। কর্পোরেট অফিস, শপিংমল, রেস্টুরেন্ট, ব্যাংক ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এবং তথ্য প্রদর্শনের জন্য ওয়ালটনের নতুন এই সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলো উন্নত প্রযুক্তি ও শক্তিশালী হার্ডওয়্যার সমৃদ্ধ ।

ওয়ালটনের এই ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলো আধুনিক বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। ৪৯ এবং ৫৫ ইঞ্চির দুই মডেলের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বাজারে পাওয়া যাচ্ছে। ৪৯-ইঞ্চি মডেলে রয়েছে ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশনের ফুল এইচডি এলইডি ডিসপ্লে এবং এর মূল্য ১,৬৭,৫০০ টাকা। ৫৫ ইঞ্চি মডেলে রয়েছে ৩৮৪০ বাই ২১৬০ রেজ্যুলেশনের ইউএইচডি ডিসপ্লে এবং এর মূল্য ২,১৮,৫০০ টাকা। থাকছে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। কর্পোরেট ক্লায়েন্টদের জন্য থাকছে বিশেষ সুবিধায় কেনার সুযোগ।

সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলোতে রয়েছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট এবং ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। প্রসেসিং পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৬৪ বিটের কর্টেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.০ গিগাহার্টজ। শক্তিশালী মালি-জি৫২ জিপিইউ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ এবং এতে প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট পরিচালনা করা সম্ভব।

উন্নত সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে এতে রয়েছে ২টি ১০ ওয়াটের বিল্ট-ইন স্পিকার। কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২। এ ছাড়াও রয়েছে ইউএসবি ৩.০, ২.০ এবং আরজে৪৫ ইন্টারফেস। waltondigitech.com/products/display/digital-signage-display থেকে গ্রাহকরা সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে অর্ডার করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *