উদ্যোগ

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এর গ্রান্ড ফিনালে

ক.বি.ডেস্ক: মহাকাশ অভিযানের গল্পগুলো সব সময়ই শিশুদের কল্পনার জগতে এক অনন্য উদ্দীপনা জাগিয়ে তোলে। এ ধরনের অভিযান শুধু রোমাঞ্চ বা সাহসিকতার নয়, বরং তা বিজ্ঞানভিত্তিক চিন্তা-চেতনা ও উদ্ভাবনী শক্তিকে উসকে দেয়। শিশুদের মধ্যে কৌতূহল, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা গড়ে তুলতে মহাকাশ বিজ্ঞান, স্পেস রোবটিক্স, প্রযুক্তি ও উদ্ভাবন, সৌরজগৎ, গ্যালাক্সি, প্রোগ্রামিং ও কসমোলজির মতো বিষয়গুলোকে ঘিরে স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হলো “স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড”।

৬ -৯, ১০-১২ এবং ১৩-১৪ বছর বয়সি ছাত্র ছাত্রীরা তিনটি গ্রুপে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের বয়স অনুযায়ী দুটি প্রিলিমিনারি এবং সেকেন্ডারি অনলাইন এক্সামের মাধ্যমে বাছাইকৃতদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব গ্রান্ড ফিনালে। গ্রান্ড ফিনালে’তে তিন গ্রুপের ৯ জনকে রানার্স আপ, দ্বিতীয় রানার্স আপ এবং চ্যাম্পিয়ন সহ একজন পেয়েছে এক্সিলেন্স অ্যাওয়ার্ড।

গতকাল শুক্রবার (১ আগস্ট) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড এর গ্রান্ড ফিনালে এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মুনির হোসেন। সভাপতিত্ব করেন স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।

পুরুস্কার প্রাপ্তরা হলেন
৬-৯ বছর ২য় রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ চট্রগ্রাম থেকে মোহাম্মাদ আয়মান আদিল, রানার্স আপ হয়েছেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা থেকে জাদিদা জাওয়াদ ত্রানা এবং চ্যাম্পিয়ন হয়েছেন ইংলিশ একাডেমী শরীয়তপুর থেকে কে আর অহনা।

১০-১২ বছর ২য় রানার্স আপ হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে রাইসা আমিন, রানার্স আপ হয়েছেন গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুল সিলেট থেকে ওয়ারেশা রাহমান এবং চ্যাম্পিয়ন হয়েছেন হলি ক্রস গার্লস হাই স্কুল থেকে শ্রাগভী দাস সইলি।

১৩-১৪ বছর ২য় রানার্স আপ হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে লিদিকা রাহমান, রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে জারিফ মাহমুদ এবং চ্যাম্পিয়ন হয়েছেন এন আলম মেরিট কেয়ার স্কুল নারায়ণগঞ্জ থেকে আমিনুর রহমান সাজিম।

এই বছর সেরাদের মধ্য থেকে সেরা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ইংলিশ একাডেমী শরীয়তপুর থেকে কে আর অহনা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *