স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স বাংলাদেশী দর্শকরাও দেখতে পারবেন

ক.বি.ডেস্ক: বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া ও শ্রীলঙ্কাসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশে বৈশ্বিক স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আগামী ১৫ অক্টোবর থেকে এসব দেশের দর্শকেরা উপভোগ করবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা।
গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এইচবিও ম্যাক্সের চমকপ্রদ স্ট্রিমিং অভিজ্ঞতা। গ্রাহক-কেন্দ্রিক ইন্টারফেসের সহজ নেভিগেশনের মাধ্যমে এইচবিও ম্যাক্স একাধিক ডিভাইসে উপভোগ করা যাবে। প্ল্যাটফর্মটিতে সহজে কনটেন্ট সার্চ করা, জ্যঁরা রেইল, ব্র্যান্ড হাব ও পার্সোনালাইজেশন সুবিধার মাধ্যমে দর্শকেরা উপভোগ করবেন বিশ্ব মানসম্পন্ন স্ট্রিমিং অভজ্ঞতা।
এইচবিও ম্যাক্সের গ্রাহকেরা এক সাবস্ক্রিপশনে সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রোফাইল তৈরি করতে পারবেন। পছন্দের কনটেন্ট সেভ করতে পারবেন এবং কন্টিনিউ ওয়াচিং ফিচার থাকার ফলে যেখানে কনটেন্ট দেখায় বিরতি নিবেন, সেখান থেকেই পরবর্তীতে দেখা শুরু করতে পারবেন। অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোডও করা যাবে। এ ছাড়াও, প্ল্যাটফর্মটিতে বয়স-উপযোগী কনটেন্ট ও প্যারেন্টাল কন্ট্রোল সহ শিশুদের জন্য তৈরি করা যাবে বিশেষ প্রোফাইল।
এইচবিও ম্যাক্সে রয়েছে এইচবিও’র কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা। থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি এবং এইচজিটিভি’র নির্বাচিত কনটেন্ট। থাকছে সুপারম্যান, সিনার্স ও ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস সহ নতুন সিরিজের মধ্যে থাকবে দ্য পেপার ও মবল্যান্ড। রিয়ালিটি শো গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়ন্সে। পরিবারের সবাই মিলে দেখার জন্য থাকবে অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বেয়ার্স, টম অ্যান্ড জেরি, লুনি টুনস ও দ্য ওয়ান্ডারফুলি উইয়ার্ড ওয়ার্ল্ড অব গামবল। আগামী ২৭ অক্টোবর আসছে নতুন সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি।