স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এ চ্যাম্পিয়ন রোবো লাইফ টেকনোলজি

ক.বি.ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল “স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫”-এ দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় রোবো লাইফ টেকনোলজি দল। বিজয়ী দলের সদস্যরা হলেন মুহাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতার আয়োজন করে ডিআইইউ-এর ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় মাহামুদুর রহমান ও রওনাক জারিন এর দল ‘উইগ্রো’ এবং দ্বিতীয় রানার আপ হয়-হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদ এর দল ‘রকেট ওয়েভ’।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিআইইউ-এর ক্যাম্পাসে অনুষ্ঠিত “স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫”-এর সমাপনী ও পুরস্কার বিরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার উইলিয়াম রেইকাট, ডিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। প্রোগ্রামটির কান্ট্রি ডিরেক্টর ছিলেন ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার। প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন লাইভ শপিং-এর সিইও মো. আশিক খান।
চ্যাম্পিয় দল ৫০,০০০ টাকা বিনিয়োগ পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবেন। প্রথম ১০টি দল একটি বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের আমন্ত্রণও পাবে।
বাংলাদেশ রিজিওনাল গ্র্যান্ড ফাইনালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিচারকদের একটি প্যানেল দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিচারকদের মধ্যে ছিলেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার উইলিয়াম রেইকার্ট। জাতীয় পর্যায়ের বিচারকদের মধ্যে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিভিশনের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ, ডিআইইউ-এর অধ্যাপক ড. রকিবুল কবির এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ নাসির।
এই প্রতিযোগিতা শুধু বিজয়ী নির্ধারণ নয়, দেশের উদ্ভাবনী প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগকারী ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযোগের মাধ্যমে তাদের ব্যবসার বিকাশে সহায়তা করবে।