উদ্যোগ

স্টারলিংকের সেবা প্রদানে বিএসসিএল’র সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন

ক.বি.ডেস্ক: যেসব শিল্পখাতে নেটওয়ার্কের সার্বক্ষণিক প্রাপ্যতা, কম ল্যাটেন্সি ও মিশন-ক্রিটিক্যাল আপটাইম অপরিহার্য কিন্তু স্থলভিত্তিক অবকাঠামো এখনও সীমিত, সেসব খাতকে লক্ষ্য করে স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে এসেছে গ্রামীণফোন। এতে গ্রামীণফোনের বি-টু-বি গ্রাহকরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও নির্বিঘ্ন ও উচ্চগতির সংযোগ উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরার জিপিহাউসে গ্রামীণফোন তাদের কর্পোরেট গ্রাহকদের স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং বিএসসিএল’র ম্যানেজিং ডিরেক্টর ড. মুহাম্মদ ইমাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, বিএসসিএল’র জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহ আহমেদুল কবির সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণের মাধ্যমে আমরা একসঙ্গে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই, যাতে ভৌগোলিক চ্যালেঞ্জপূর্ণ এলাকাতেও গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়।”

ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “এটি সারা দেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি স্টেকহোল্ডাররা বিশেষ করে দূরবর্তী জ্বালানি ক্ষেত্র, উপকূলীয় বা সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনাকারীরা উপকৃত হবেন। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে এবং ভবিষ্যৎ-উপযোগী সেবা উপভোগ করতে পারবেন তারা।”

ফাইবার বিচ্ছিন্নতা, প্রাকৃতিক দুর্যোগ বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক বিভ্রাটের সময় নির্ভরযোগ্য ব্যাকআপ লিঙ্ক হিসেবে কাজ করবে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক সংযোগ। গ্রামীণফোনের সেরা নেটওয়ার্ক, বিএসসিএলের স্যাটেলাইট সম্পর্কিত দক্ষতা এবং স্টারলিংকের বৈশ্বিক সক্ষমতার সমন্বয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ সংযোগে এক নতুন মানদণ্ড স্থাপন করছে এই পদক্ষেপ, যা নিশ্চিত করবে উদ্ভাবন, পরিচালন সক্ষমতা ও টেকসই ডিজিটাল অগ্রগতি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *