উদ্যোগ

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মননা দিল নগদ

ক.বি.ডেস্ক: শেষ হতে চলা বছরে সারাদেশের সাত হাজার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের মধ্য থেকে সেরা পারফর্ম্যান্সের জন্য ৭০ জনকে বিশেষ সম্মাননা দিয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা নগদ। অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সদের পারফর্ম্যান্সের জন্য বিশেষ বোনাসের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই ৭০ জনের নগদ অ্যাকাউন্টে চলে যায় অর্থ। দেশের প্রত্যন্ত এলাকা থেকে ঢাকায় আসা-যাওয়া, খাওয়া এবং হোটেলে অবস্থান সহ অন্যান্য সকল খরচ নগদের পক্ষ থেকেই বহন করা হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘নগদ ফিল্ড চ্যাম্পিয়ন ২০২৫’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, ডাক বিভাগনিযুক্ত নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. আবু তালেব, নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।

মো. মোতাছিম বিল্লাহ বলেন, “অনেক চ্যালেঞ্জের মাঝেও বাজারে নগদ একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। বাংলাদেশে ক্যাশলেস লেনদেনের আরও প্রসার ঘটাতে নগদ ভূমিকা রাখবে। যত অপপ্রচারই নগদকে নিয়ে হোক না কেন, সেসবে কান না দিয়ে নগদের সাফল্যের জন্য সকলকে কাজ করতে হবে। অল্প সময়ের ভেতরই সেবার কলেবর আরও বৃদ্ধি পাবে নগদে। ফলে লেনদেনের অঙ্ক যেমন অনেক গুণ বৃদ্ধি পাবে, একইসঙ্গে গ্রাহকেরাও অনেক বেশি উপকৃত হবেন।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী বছরে বিদেশ থেকে আসা রেমিট্যান্স, বাংলা কিউআর, সব আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের জন্য আন্তসংযোগ গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে। ফলে ২০২৬ সাল নগদের সেরা সাফল্যের বছর হবে বলেও মনে করেন তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *