পণ্য সম্পর্কে সাম্প্রতিক সংবাদ

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২

প্রযুক্তির ওপর নির্ভর করে এগিয়ে চলছে আধুনিক মানুষ। প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনের মধ্যে স্মার্টফোন মানুষের জীবনে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল এই যুগে সামাজিক যোগাযোগ, খাবার অর্ডার, গান শোনা, কেনাবেচা থেকে শুরু করে জীবন সঙ্গী খোঁজা পর্যন্ত সকল কাজে ব্যবহৃত হয় স্মার্টফোন অ্যাপ। আর করোনা অতিমারির কারণে পড়াশোনা, অফিস সব এখন অনলাইনে হচ্ছে বলে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল বলা যায়।

কিন্তু প্রশ্ন হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ স্মার্টফোনের অভিনব প্রযুক্তির সংস্পর্শে আসতে পারছে কি? অধিকাংশ মানুষ স্মার্টফোন বাছাইয়ের ক্ষেত্রে ফোনের বাজারদরকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। তরুণরাও ফোন কেনার সময় ফোনের ফিচারের পাশাপাশি প্রাধান্য দেয় ফোনের বাজারদরকে। এসব কথা বিবেচনায় রেখে, সম্প্রতি সাশ্রয়ী মূল্য আর অভিনব প্রযুক্তির সমন্বয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বাজারে এনেছে গ্যালাক্সি এম০২। বাজেটবান্ধব এই ফোনটি তার অনন্য ফিচারের জন্য সাশ্রয়ী মূল্য পরিসরে স্মার্টফোন বাজারে সেরা বলা যায়। কেন ফোনটি সেরা সে ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।

নান্দনিক ডিজাইনের সঙ্গে উন্নতমানের ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এম০২-তে রয়েছে ২০:৯ অনুপাতের ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে। এতে হাইডেফিনিশন স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যা দিবে অসাধারণ ভিজ্যুয়াল। ডিসপ্লের ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও বাড়াতে এতে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড। এ ছাড়া, হ্যান্ডসেটটির ম্যাট ফিনিশ যেমন একটি প্রিমিয়াম লুক দিবে, তেমনি এর ফলে ফোনটি সহজে হাত থেকে পিছলে যাবে না।

ডুয়াল ক্যামেরায় উন্নতমানের ফটোগ্রাফি: এই ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার ফলে এটি দিয়ে তোলা যাবে চমতকার সব ছবি। এর ১.৯ অ্যাপারচার বিশিষ্ট ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় অল্প আলোতেও উঠবে ঝকঝকে ছবি, আর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকায় ছবি তোলা যাবে অনেক ডিটেইলে। ফোনটির সামনে থাকছে ২.০ অ্যাপারচার বিশিষ্ট ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এ ছাড়া, এআর ইমোজি এবং ছবিতে স্টিকার, স্ট্যাম্প ব্যবহার করে নিজের সৃজনশীল দিক তুলে ধরার সুযোগও থাকছে।

শক্তিশালী ব্যাটারি: ফাস্ট চার্জিংয়ের সঙ্গে গ্যালাক্সি এম০২-তে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তাই, আপনি দীর্ঘ সময় ধরে গেম খেললে অথবা অনেকক্ষণ বাসার বাইরে থাকলেও চার্জ শেষ হয়ে যাওয়া নিয়ে যেমন শঙ্কায় থাকতে হবে না, বার বার চার্জ দেয়ার ঝামেলাও এড়ানো যাবে।

দুর্দান্ত প্রসেসর ও স্টোরেজ: স্যামসাং গ্যালাক্সি এম০২-তে রয়েছে ১.৫ গিগাহাটর্জ বিশিষ্ট কোয়াড কোর প্রসেসর, যা ব্রাউজিংয়ে দিবে অসাধারণ অভিজ্ঞতা। ৩২ গিগাবাইট রমের এই সেটটি ২ ও ৩ গিগাবাইট র‍্যাম এই দুই সংস্করণে পাওয়া যাচ্ছে। ১ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি থাকায় ফোনের স্পেস বাড়াতে বার বার ফাইল ডিলিট করার প্রয়োজন হবে না। স্যামসাং গ্যালাক্সি এম০২ এর ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট রমের সংস্করণটির মূল্য ৯,৫৯৯ টাকা এবং ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট রমের সংস্করণটির মূল্য ১০,৯৯৯ টাকা। সব মিলিয়ে, সুবিশাল স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি আর নিখুঁত ক্যামেরাযুক্ত বাজেটবান্ধব স্যামসাং গ্যালাক্সি এম০২-কে এই মূল্য পরিসরে অন্য যেকোন স্মার্টফোন থেকে নিশ্চিতভাবেই এগিয়ে রাখা যায়। 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *