সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জাব্রা প্যানাকাস্ট কোয়ার্টার ফাইনালে
ক.বি.ডেস্ক: বিসিএস আয়োজিত ১৬ দলের ব্যাট বলের লড়াই ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর দ্বিতীয় দিনে প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।
এবারের ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাব্রা প্যানাকাস্ট। নির্ধারিত ১৬ ওভার ম্যাচে ২১৯ রান করেছে দলটি। পাশাপাশি প্রথম শতকও করেছেন অলরাউন্ডার মো. রাসেল আহমেদ শুক্কুর।
আগকের দিনের প্রথম ম্যাচে স্টারেক্স টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ইসেট স্ট্রাইকার্স। বোলিংয়ে ৪ উইকেট এবং ব্যাট হাতে ১৮ বলে ৪৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইসেট স্ট্রাইকার্সের অলরাউন্ডার সোহেল রানা। স্টারেক্স টাইগার্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইসেট স্ট্রাইকার্স
দিনের দ্বিতীয় ম্যাচে মতিঝিল সুপার কিংসকে ৭ উইকেটে উইকেটে হারিয়েছে ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশন। ২১ বলে ৫৪ রান করে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশনের মেহরাব হোসেইন জসি। মতিঝিল সুপার কিংসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আইসিটি অ্যাসেসিয়েশন।
দিনের শেষ খেলায় জাব্রা প্যানাকাস্ট মুখোমুখি হয় এক্সেল রয়েলস এর সঙ্গে। প্রথমে ব্যাট করতে নেমে জাব্রা প্যানাকাস্ট এক্সেল রয়েলসকে ২১৯ রানের টার্গেট দেয়। এবারের টু্র্নামেন্টে এই ম্যাচের রান এখন পর্যন্ত সর্বোচ্চ রান। জবাবে সবগুলো উইকেট হারিয়ে এক্সেল রয়েলস ১৬৫ রান করে। ৫৩ রানে জয় ছিনিয়ে নেয় জাব্রা প্যানাকাস্ট। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরি (১০১) এবং ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন জাব্রা প্যানাকাস্ট এর অলরাউন্ডার মো. রাসেল আহমেদ শুক্কুর।
দুর্দান্ত এই ম্যাচটি শেষে শুক্কুরের হাতে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট, ডামি প্রাইজ মানি টোকেন তুলে দেন বিসিএস সহ-সভাপতি এবং আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর আহ্বায়ক মো. রাশেদ আলী ভূইয়া এবং এক্সেল টেকনোলজিস লিমিটেড এর প্রধান বিক্রয় কর্মকর্তা তুলসী কুমার সাহা।
আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে এক্সিবিটাস গর্জণের মুখোমুখি হবে ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশন। এ ছাড়াও দিনের প্রথমার্ধে টেকল্যান্ড টাইটানস মুখোমুখি হবে ইনপেসের সঙ্গে। দুপুরে গ্লোবাল অ্যাভেঞ্জার্স, বাদশা দ্যা কিং এর বিরুদ্ধে খেলবে।
আগামী ২ মার্চ দুপুরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।