আনুষাঙ্গিক মোবাইল

সপ্তম বর্ষপূর্তিতে ভিভোর উপহার ও ছাড়

ক.বি.ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ২০১৭ সালের ৬ ডিসেম্বর এদেশে যাত্রা করে। সপ্তম বর্ষপূর্তির আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভিভো দিয়েছে নজরকাড়া উপহারের ঘোষণা।
বর্ষপূর্তি উপলক্ষ্যে শুরু হলো ভিভোর নতুন ক্যাম্পেইন। যেখানে থাকছে ক্রেতাদের জন্য নিশ্চিত উপহার, বাড়তি ওয়ারেন্টি ও মূল্যে ব্যাপক ছাড়।

ভিভো ভি৪০ ফাইভজি কিনলে মিলবে রিরো ডব্লিউ১ স্মার্টওয়াচ। ভিভো ভি৪০ লাইট কিনলে উপহার হিসেবে মিলবে রিরো এল১৫ এয়ারবাড। ভিভো ওয়াই২৮ কিনলে মিলবে রিরো বি১০ নেকব্যান্ড।

নতুন রং ‘গ্ল্যাসিয়ার ব্লু’ তে এসেছে ভিভো ওয়াই১৯এস। পাশাপাশি এই মডেলের সব ভ্যারিয়েন্টে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। সেই সঙ্গে ওয়াই২৮ মডেলের মূল্য ২,০০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সঙ্ড়ে ওয়াই০৩টি মডেলের মূল্য কমেছে ১৫০০ টাকা পর্যন্ত।

চলতি বছরে দেশে ওয়াই সিরিজের পাঁচটি এবং ভি সিরিজের চারটি নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ভি সিরিজ নিয়ে এসেছে স্মার্ট অরা লাইট, এআই ইরেজার, ব্লু ভোল্ট ব্যাটারি এবং প্রথমবারের মতো ক্যামেরায় জাইস এর লেন্স। ভি৪০ মডেলে যুক্ত এই জাইস লেন্স ক্যামেরা ভিভোকে ক্যামেরা-কেন্দ্রিক স্মার্টফোনের বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। সেই সাথে ভিভোর নতুন ব্লু ভোল্ট ব্যাটারি দীর্ঘস্থায়ী চার্জ এবং দ্রুত চার্জিংয়ের অভিজ্ঞতা দিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *