শুরু হলো জমকালো ও বর্ণাঢ্য প্রযুক্তি পণ্যের মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’
ক.বি.ডেস্ক: সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক এবং নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যের সমাহার নিয়ে শুরু হলো ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’। এই মেলার মধ্য দিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের একটি মিলনমেলা তৈরি হয়। অন্যদিকে, এই মেলার মাধ্যমে ক্রেতারা বিভিন্ন পণ্য যাচাই-বাছাই করার সুযোগ পায়। কোন কমপিউটার অথবা কোন সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে এমন বিষয়গুলো এই মার্কেটের মাধ্যমে মানুষ জানতে পারছে।
ঢাকার আগারগাঁওয়ে আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কমপিউটার সিটিতে বিস্এস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ছয় দিনব্যাপী (১১-১৬ নভেম্বর) এবারের মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন থাকছে পাশাপাশি পার্টিসিপেন্ট স্টল থাকছে। বিসিএস কমপিউটার সিটির আস্থার ২৫ বছর পূর্তি এবং ২৬ বছরে পদার্পন উপলক্ষে এবারের মেলার আয়োজন করা হয়।
আজ সোমবার (১১ নভেম্বর) জমকালো ও বর্ণাঢ্য ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’ এর উদ্বোধন করেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান, স্মাট টেকনোলজিসের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার এবং ইউনাইটেড কমপিউটার সেন্টারের ম্যানেজিং পার্টনার সারোয়ার মাহমুদ খান। সভাপতিত্ব করেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী)। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার আহবায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিএস কমপিউটার সিটির সাবেক সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এ টি শফিক উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মুসা কামাল মিহির, কমপিউটার বিচিত্রার প্রধান নির্বাহী সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন, বিসিএস এর সাবেক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মনি, স্মার্ট টেকনোলজিসের পরিচালক মুজাহিদ আল বেরুনী সুজন, আসুস গ্লোবাল পিটিই লি. এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ, লেনোভো বাংলাদেশ এর রিজিওনাল চ্যানেল ম্যানেজার (সেলস) হাসান রিয়াজ জিতু সহ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
এবারের মেলায় যা থাকছে
আজ থেকে শুরু হয়ে এ মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা। মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে। মেলায় থাকছে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা মূল্যে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা, অনুমোদিত পণ্যে নিশ্চিত ওয়ারেন্টিসহ সর্বোপরি সঠিক পণ্যের নিশ্চয়তা। এ ছাড়া যেকোনো অনুমোদিত পণ্য ক্রয়েই থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। পাশাপাশি থাকছে গেমিং প্রতিযোগিতা, পিসি ব্যাটেল শো, ল্যাপটপ ব্যাটেল শো এবং ফেসবুক রিল প্রতিযোগিতা। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৫ নভেম্বর)।
মেলায় অংশগ্রহণ করছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ড পাশাপাশি আমদানিকারক ও সেবাদানকারি প্রতিষ্ঠানগুলো। প্রতিদিন মেলায় এসে ল্যাপটপ, সাইকেল, স্পিকার, স্মার্টফোন, বিভিন্ন গ্যাজেট এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে। মেলায় থাকছে প্রতিষ্ঠিত আইসিটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকরির অফার পাওয়ার সুযোগ। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।
‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’ এর স্পন্সর আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মাট টেকনোলজিস। পার্টিসিপেন্ট মাইক্রোল্যাব, ইউগ্রিন, কিউডি, ওয়ালটন, প্যানটাম।