মিইউআই ১৩ আসছে
শাওমি ১২ ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চ ইভেন্টের দিনে শাওমি তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল সফটওয়্যার মিইউআই ১৩ উন্মোচন করেছিল। যা অ্যান্ড্রয়েড ১২ এর উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে। এবার আন্তর্জাতিক বাজারে মিইউআই ১৩ লঞ্চ করার পরিকল্পনা করছে শাওমি।
শাওমি আগামী ২৬ জানুয়ারি এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। সেখানেই রেডমি নোট ১১ সিরিজ এর পাশাপাশি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে মিইউআই ১৩।
ইতিমধ্যে চীনে শাওমির অনেক ডিভাইসে মিইউআই ১৩ আপডেট রোলআউট হয়েছে। এমনকি শাওমির একাধিক আর্ন্তজাতিক মডেলে ওই সফটওয়্যার বিল্ড কম্পাইল করা হয়েছে। এদিকে শাওমি কিছু না বললেও বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে মি ১১এক্স, পোকো এক্স৩ প্রো সহ পোকো এফ৩ মডেলে শীঘ্রই মিইউআই ১৩ রিলিজ হবে।
শাওমি কতৃপক্ষ জানিয়েছে, চীনের বাইরে লঞ্চ করা শাওমির বেশিরভাগ স্মার্টফোন ২০২২-এর প্রথম প্রান্তিকে মিইউআই ১৩ এর অ্যাক্সেস পাবে। যে কারণে সর্বসাধারণের জন্য আপডেটটির রোলআউট ফেব্রুয়ারি থেকেই চালু হবে বলে আশা করা যায়।