আনুষাঙ্গিক মোবাইল

শাওমি নোট সিরিজে ৩ হাজার টাকা পর্যন্ত মূল্য হ্রাস

ক.বি.ডেস্ক: আসন্ন শীত উপলক্ষে শাওমি ফ্যানদের জন্য বিশেষ মূল্য হ্রাস ঘোষণা করেছে শাওমি। উইন্টার সুপার মি ক্যাম্পেইনের অংশ হিসেবে, শাওমির দুটি স্মার্টফোন শাওমি রেডমি ১৩ এবং শাওমি রেডমি নোট ১৩ পাওয়া যাবে আরও সাশ্রয়ী মূল্যে। ফটোগ্রাফি, বিনোদন বা মাল্টিটাস্কিংয়ের জন্য যারা স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা খুঁজছেন, তাঁদের জন্য এই অফার হতে পারে বিশেষ উপহার।

শাওমি রেডমি ১৩ ৬/১২৮ জিবি ভেরিয়েন্টে ১ হাজার টাকা মূল্য হ্রাস করে বর্তমান মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা। রেডমি ১৩ ৮/১২৮ জিবি ভেরিয়েন্টে ১ হাজার টাকা মূল্য হ্রাস করে বর্তমান মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৩ ৬/১২৮ ভেরিয়েন্টে ২ হাজার টাকা মূল্য হ্রাস করে বর্তমান মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৩ ৮/২৫৬ ভেরিয়েন্টে ৩ হাজার টাকা মূল্য হ্রাস করে বর্তমান মূল্য ২২ হাজার ৯৯৯ টাকা।

শাওমি রেডমি ১৩ ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রো-গ্রেড মেইন ক্যামেরা, ৬.৭৯-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে, শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি-৯১ আল্ট্রা চিপসেট। র‍্যাম হিসেবে ৬ ও ৮ জিবির পাশাপাশি শক্তিশালী ৫ হাজার ৩০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জারের সমন্বয়।

মিড বাজেটে শাওমি রেডমি নোট ১৩ এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *