লেক্সার এনএম৬২০ এসএসডি
ক.বি.ডেস্ক: লেক্সার প্রফেশনাল সিরিজের সাটা হার্ডডিস্কের তুলনায় অন্তত ৭ গুণ বেশি গতিপূর্ণ এনএম৬২০ মডেলের সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) দেশের প্রযুক্তি পণ্যের বাজারে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। পারফর্মেন্স হেভি ইউজারদের কথা বিবেচনা করে এই এসএসডি আনা হয়েছে। লেক্সার এনএম৬২০ এসএসডিটি পিসিআইই ৩x৪ প্রজন্মের এনভিএমই ১.৪ প্রযুক্তি সম্বলিত। ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি ধারণ ক্ষমতার এই এসএসডি ক্রয়ে রয়েছে পাচঁ বছরের বিক্রয়োত্তর সেবা।
ড্রাইভটির রিডিং গতি সেকেন্ডে ৩০০০ এমবি এবং রাইটিং গতি সেকেন্ডে ৩০০০ এমবি। এতে ব্যবহৃত হয়েছে সর্বশেষ থ্রিডি ন্যান্ড প্রযুক্তি। ডেটা ট্রান্সফারকে আগের চেয়ে আরও বেশি নির্ভরযোগ্য করে তুলতে এবং সঙ্গে ডেটার ত্রুটিগুলি আপনার ডিভাইসকে ধীরগতি করার আগেই সংশোধন করার সুযোগ দিতে এতে আছে লো-ডেনসিটি প্যারিটি চেক (LDPC) প্রযুক্তি। ড্রাইভটির প্রকৌশল কাঠামোতে কোনো মুভিং পার্টস ব্যবহৃত না হওয়ায় এতে শক ও ভাইব্রেশন হওয়ার কোনো সুযোগ নেই। যার ফলে এটি আপনাকে দিবে একদম শব্দহীন অভিজ্ঞতা।