উদ্যোগ

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস’র সঙ্গে কৌশলগত চুক্তি করেছে গ্রামীণফোন

ক.বি.ডেস্ক: উদ্ভাবনকে এগিয়ে নিতে, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য সেরা সেবা নিশ্চিত করতে দেশের ওষুধ শিল্পের অন্যতম প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস-এর সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। এর ফলে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে অত্যাধুনিক ডিজিটাল সলিউশনের সমন্বয় করবে গ্রামীণফোন। যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও কার্যকর করে তোলা ও সংযোগের মানোন্নয়নের পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস’র এমডি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক, জেনফার বাংলাদেশ’র এমডি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমান, রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম’র এমডি আবু শাহরিয়ার জাহেদী, ফার্মাসিল’র এমডি মুসাওয়াত শামস জাহেদী, অ্যাসোসিয়েট ডিরেক্টর শাফকাত হাসান জাহেদী, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর এম এ লতিফ শাহরিয়ার জাহেদী এবং গ্রামীণফোনের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার রওশন জাহান।

কৌশলগত পার্টনারশিপের আওতায় অত্যাধুনিক আইসিটি, গ্রামীণফোনের ‘আলো’ আইওটি প্রোডাক্টস ও মোবিলিটি সলিউশনকে কাজে লাগানো হবে। ফলে শিল্পখাতের চাহিদা পূরণে এবং সার্বিকভাবে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রয়োজনীয় প্রক্রিয়া হবে সহজ, বাড়বে কার্যকারিতা এবং চালু হবে নতুন নতুন ডিজিটাল সেবা। শিল্পখাতে উদ্ভাবনের ধারায় নতুন মাত্রা যোগ করবে, পাশাপাশি কৌশলগত পদক্ষেপ বৃদ্ধি করতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেয়া হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *