উদ্যোগ

রুয়েটে অনুষ্ঠিত হলো ‘স্মার্ট রুয়েট সাইবার সিকিউরিটি ফেস্ট’

ক.বি.ডেস্ক: ‘আগাম সাইবার নিরাপত্তা সচেতনতা এবং উদ্ভাবন’ স্লোগানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী (৫-৬ ডিসেম্বর) ‘‘স্মার্ট রুয়েট সাইবার সিকিউরিটি ফেস্ট ২০২৪’’। রুয়েট’র সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে গভীর জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করা।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রুয়েট’র প্রধান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘স্মার্ট রুয়েট সাইবার সিকিউরিটি ফেস্ট ২০২৪’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি রুয়েট এর উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক।

এবারের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সাইবার জগতের নিরাপদ থাকা, প্রযুক্তি উদ্ভাবনের চর্চা উৎসাহিত করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত সেমিনারে সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

স্মার্ট টেকনোলজিসের প্যাভিলিয়নে দর্শনার্থী’রা নেটিস ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য, ক্যাসপারস্কির সিকিউরিটি সফটওয়্যার, স্মার্ট টেকনোলজিসের স্মার্ট ল্যাপটপ এবং কোরসেয়ার ব্র্যান্ডের এক্সেসরিজ পণ্য টাচ এন্ড ফিল অভিজ্ঞতা গ্রহণ সহ দর্শনার্থীরা পণ্যগুলোর মান যাচাই করেন।

স্মার্ট টেকনোলজিসের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মাহফুজুর রহমান মুকুল বলেন, “এবারের ফেস্টে আমরা অংশগ্রহণ করে অসাধারণ সাড়া পেয়েছি। বিশেষ করে নতুন ল্যাপটপ এবং প্রযুক্তি পণ্য নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ দেখেছি। এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সাহায্য করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার গুরুত্ব আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া সম্ভব হবে। পাশাপাশি এটি প্রযুক্তিগত দক্ষতার বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগগুলোর প্রতি আগ্রহ সৃষ্টির একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি প্রযুক্তিপ্রেমী এবং উদ্ভাবকদের জন্য একটি দারুণ সুযোগ সৃষ্টি করবে।”

এবারের আয়োজনে টাইটেল স্পন্সর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং সাইবার সিকিউরিটি পার্টনার ক্যাসপারস্কি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *