রিয়েলমি নারজো ২০ সারাদেশে পাওয়া যাচ্ছে
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি তাদের গেমিং মাস্টার `রিয়েলমি নারজো ২০’ নিয়ে এসেছে। হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের পাশাপাশি এতে আছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জ। বাজারমূল্য মাত্র ১৩,৯৯০ টাকা। সিলভার সোর্ড ও ব্লু ব্লেড এ দুটি রঙে ফোনটি এখন সারাদেশে রিয়েলমির প্রতিটি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে।
রিয়েলমি নারজো ২০ এর প্রসেসর, এআরএম মালি-জি৫২ জিপিইউ ও ৪ গিগাবাইট র্যামের সঙ্গে মিলে ২.০ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে এবং গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। আনতুতু বেঞ্চমার্কে রিয়েলমি নারজো ২০ এর গেমিং স্কোর ২ লাখেরও বেশি। ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। ক্যামেরা সেটাপে আরও আছে ১১৯-ডিগ্রির ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড ক্যামেরায় লেন্স ও একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটফকেশন, এইচডিআর মোড, পোর্ট্রেট মোড ও প্যানোসেলফি মোডে তোলা যাবে সেলফি। এ ছাড়াও আছে ১০৮০ পিক্সেলে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা। ব্যাটারিতে ১১ ঘন্টার বেশি নিরবচ্ছিন্ন অনলাইন গেম খেলা যাবে। ৮৮.৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর মিনি ড্রপ ৬.৫-ইঞ্চি বড় ডিসপ্লে দিবে চমতকার ভিউইং এক্সপেরিয়েন্স। বিস্তারিত: https://realmebd.com/brandshop/