প্রযুক্রির পণ্য ল্যাপটপ

যে ল্যাপটপ আপনার চিন্তার থেকেও স্মার্ট

ক.বি.ডেস্ক: ক্রিয়েটর ও প্রফেশনালদের জন্য নতুন প্রজন্মের লেনোভো ইয়োগা ৭আই টু-ইন-ওয়ান ল্যাপটপ দেশের প্রযুক্তি পন্যের বাজারে পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এতে রয়েছে ইন্টেল লুনার লেক, কোপাইলট+ এআই এবং সর্বাধুনিক পারফরম্যান্স। লেনোভোর নতুন এই ল্যাপটপটি বাজারজাত করছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য আমদানীকারক, পরিবেশক ও সেবাদানকরী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। নতুন লেনোভো ইয়োগা ৭আই মডেলসমূহে যা যা থাকছে…

ইয়োগা ৭আই (83JQ0054LK)
এই মডেলটিতে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫-২২৮ভি প্রসেসর, যা সর্বোচ্চ ৪০ টপস এআই অ্যাক্সিলেরেশন সমর্থন করে। রয়েছে ৩২ জিবি ডিডিআর৫এক্স র‍্যাম, ১ টিবি এনভিএমই এসএসডি এবং ইন্টেল এআরসি জিএফএক্স ১৩০ভি গ্রাফিক্স। ১৪ ইঞ্চি ২.৮কে ওএলইডি ডলবি ভিশন এইচডিআর ডিসপ্লে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। মাত্র ১.৩৮ কেজি ওজনের মিল-এসটিডি-৮১০এইচ সিসেল চ্যাসিস সহ এতে আছে ইয়োগা পেন, ডলবি অ্যাটমস কোয়াড-স্পিকার, ওয়াইফাই ৭, ব্লু-টুথ ৫.৪ এবং থান্ডারবোল্ট ৪.০ এর সুবিধা।

ইয়োগা ৭আই (83JQ0053LK)
পাওয়ার ইউজারদের জন্য তৈরি এই ফ্ল্যাগশিপ মডেলটিতে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৭-২৫৮ভি প্রসেসর, যা সর্বোচ্চ ৪৭ টপস এআই অ্যাক্সিলেরেশন প্রদান করে। রয়েছে ইন্টেল এআরসি জিএফএক্স ১৪০ভি, ১৪ ইঞ্চি ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে, ৩২ জিবি ডিডিআর৫এক্স র‍্যাম, ১ টিবি এনভিএমই এসএসডি এবং একই প্রিমিয়াম বিল্ড ও কানেক্টিভিটি। সঙ্গে রয়েছে উইন্ডোজ ১১ হোম এবং মাইক্রোসফট অফিস হোম ২০২৪ সফটওয়্যার।

এই দুইটি মডেলই কোপাইলট+ পিসি, যা রিয়েল-টাইম এআই সক্ষমতা দিয়ে কাজের ধরন বদলে দেয়। স্মার্ট ফটো এডিটিং থেকে ভয়েস-অ্যাসিস্টেড ওয়ার্কফ্লো- সবকিছুই এখন আরও দ্রুত, সহজ ও স্মার্ট। সঙ্গে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি এবং ইন্টেল ইভো সার্টিফিকেশন, যা নিশ্চিত করে প্রিমিয়াম পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *