সাম্প্রতিক সংবাদ

মোবাইল নিবন্ধন বিশ্বব্যাপী একটি আদর্শ চর্চা: ফয়েজ আহমেদ তৈয়্যব

ক.বি.ডেস্ক: বিদেশ থেকে আনা মোবাইল অবশ্যই নিবন্ধিত হতে হবে এবং এটি সারাবিশ্বে একটি সাধারণ নিয়ম। এ ধরনের নিবন্ধন বিশ্বব্যাপী একটি আদর্শ চর্চা। এটি বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত- ভ্যাট এবং শুল্ক ফাঁকি দেয়া, ভারত ও চীন থেকে মোবাইল অবৈধভাবে আমদানি প্রতিরোধ, লাগেজ পার্টি এবং সীমান্ত চোরাচালান প্রতিরোধ ও স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পের সুরক্ষার বিষয়।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) ফেসবুকে দেয়া পোস্টে বিদেশ থেকে আনা মোবাইল নিবন্ধনে গুরুত্বারোপ করে এ মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেছেন, “আপনারা বিদেশ থেকে মোবাইল যথাযথ নিয়ম মেনে আনবেন এবং সেই অনুযায়ী নিবন্ধন করবেন। বিটিআরসি দেশব্যাপী মোবাইল ব্যবহারকারীদের ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের মোবাইল ফোনের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে। ওইদিন থেকে সরকার সব অবৈধ এবং ক্লোন করা ডিভাইসগুলোর জাতীয় মোবাইল নেটওয়ার্কে অ্যাক্সেস নিষিদ্ধ করবে।”

তিনি প্রবাসীদের উদ্যেশ্যে লিখেছেন, “প্রবাসীরা নিয়ম মেনে বিদেশ থেকে এক বা দু’টি মোবাইল বিনা শুল্কে আনতে পারবেন এবং সেই অনুযায়ী নিবন্ধন করতে পারবেন। এতে কোনও জটিলতা থাকবে না। দু’টির বেশি মোবাইলের জন্য এনবিআরের অধীনে পৃথক নিয়ম রয়েছে, যার জন্য ফি প্রয়োজন, এটি বিদ্যমান নিয়ম।

তিনি আরও লিখেছেন, “যদি আপনার (ব্যবহারকারীর) নামে নিবন্ধিত সিমটি এমন কোনও মোবাইলে ব্যবহার করা হয় যা ক্লোন করা হয়নি, তাহলে আপনাকে কখনোই কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। এজন্য আপনার সিমটি নিজের নামে নিবন্ধিত রাখুন। আপনার ব্যবহৃত সিমটি যদি আপনার নিজের নামে নিবন্ধিত হয়, তাহলে (হ্যান্ডসেটের) নিবন্ধন প্রক্রিয়া খুবই সহজ। আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানি করা এবং চোরাচালান মোবাইল বন্ধ করব।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *