মেট্রোনেট অফিসে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইএসপিএবি
ক.বি.ডেস্ক: গত বুধবার (১ মার্চ) দশ থেকে বারো জন সন্ত্রাসী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের অফিসে সন্ত্রাসী হামলা করে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন (বনানীর আহমেদ টাওয়ারে অবস্থিত নিজ অফিসে) কর্মরত অবস্থায় প্রতিষ্ঠানটির চীফ টেকনিক্যাল অফিসার (সিটিও) মঈন উদ্দিন আহমেদ।
মেট্রোনেট অফিসে সন্ত্রাসী হামলা এবং মঈন উদ্দিন আহমেদ এর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানদের বাণিজ্যিক সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
এক প্রতিবাদলিপিতে সংগঠনটি এ ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার দাবী করছে।
মেট্রোনেটের সিটিও মঈন উদ্দিন আহমেদ আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদের সাবেক দুইবারের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।