মোবাইল স্মার্টফোন

মিডরেঞ্জের রিয়েলমি ১২ স্মার্টফোন

ক.বি.ডেস্ক: বাংলাদেশের স্মার্টফোনের বাজারে নতুন হ্যান্ডসেট রিয়েলমি ১২ নিয়ে এলো স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসটি সুপারভুক চার্জিং, ফ্লুইড পারফরম্যান্স ও উন্নত ক্যামেরা সক্ষমতার সমন্বয়ে তৈরি। ‘বর্ন ফর স্পিড’ দর্শনের মাধ্যমে মিডিয়াম বাজেটের স্মার্টফোনের জগতে এটি এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

রিয়েলমি ১২
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট। ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সিস্টেম যা মাত্র ১৯ মিনিটে ডিভাইসটি শূন্য থেকে ৫০% পর্যন্ত চার্জ হতে পারে। এমনকি সামান্য ৫ মিনিটেও ব্যবহারকারীরা ১৮% চার্জ বাড়িয়ে নিতে পারেন। সর্বাধিক চার্জিং কার্যকারিতা ও নিরাপত্তা দেয় ফোনটির ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং উন্নত ২:১ ডুয়াল চার্জ পাম্প প্রযুক্তি।

এর ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ আল্ট্রা-স্মুদ অ্যামোলেড ডিসপ্লে প্রদর্শন করে ২০০০ নিট পিক ব্রাইটনেস। এতে রয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ও এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ উদ্ভাবনী প্রযুক্তি। এতে রয়েছে হাই-রেস অডিও সার্টিফিকেশন অর্জন করা ডুয়াল স্টেরিও স্পিকার। এই ফোনের ৫০ এমপি সনি এলওয়াইটি-৬০০ মূল ক্যামেরায় রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার।

রিয়েলমি ১২ স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম + ৮ জিবি ডায়নামিক র‍্যাম এবং ২৫৬ জিবি রমের সংস্করণটির মূল্য ২৯,৯৯৯ টাকায় প্রি- অর্ডার করা যাবে এই লিঙ্ক থেকে: প্রি- অর্ডার । প্রি-অর্ডার করে গ্রাহকরা পেতে পারেন ১ লাখ টাকার প্রথম পুরস্কার এবং ৫০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার। একটি কিনলে একটি ফ্রি (বোগো) বিশেষ অফার পাবেন। পিকাবুতে প্রি-অর্ডারের মাধ্যমে পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। বিস্তারিত: facebook.com/realmeBD/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *